আচমকা ট্রেনে ভ্রমণের প্ল্যান? তৎকালে টিকিট পেতে নাজেহাল? চিন্তা না করে জেনে নিন এই ফর্মুলা

বাংলাহান্ট ডেস্ক: আমাদের কাছে সস্তায় নিশ্চিত ভ্রমণের সেরা গণপরিবহণ মাধ্যম রেল ব্যবস্থা। ঘুরতে যাওয়া হোক কিংবা অফিস ট্যুর, দূরবর্তী স্থানে ভ্রমণের জন্য অধিকাংশ ভারতীয়র প্রথম পছন্দ ট্রেন। তবে অনেক সময় আগে থেকে টিকিট কাটা না থাকলে ভারতীয় রেলে (Indian Railways) ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভালো।

Indian railways train journey is going to be more comfortable.

যাত্রী চাহিদার তুলনায় ট্রেনের (Train) সিট কম থাকলে অনেক সময় সমস্যা হয় টিকিট পেতে। তাই অনেকেই আগেভাগে টিকিট সংরক্ষণ করে রাখেন। তবে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন হঠাৎ করেই ভ্রমণের পরিকল্পনা করতে হয়। এখন অবস্থায় আপনার সহায়ক হতে পারে তৎকাল টিকিট (Tatkal Ticket)। তবে তৎকাল টিকিট কাটলেই যে সেটি কনফার্ম হবে এমন নিশ্চয়তাও নেই।

তৎকাল টিকিট (Tatkal Ticket) কীভাবে কাটবেন অনলাইনে? 

আইআরসিটিসি-র (IRCTC) অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে লগইন করে নিতে হবে। তারপর দ্রুত কাটতে হবে টিকিট। আপনার যাত্রার ঠিক একদিন আগে তৎকাল টিকিট বুক করুন। তবে তৎকাল টিকিট কাটার জন্য রয়েছে নির্দিষ্ট সময়। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে লগইন করতে হবে এসি কামরার টিকিট বুক করার জন্য। স্লিপারের টিকিট কাটার জন্য লগইন করতে হবে ১০টা ৫৭ মিনিটে। তারপর যাত্রা শুরুর ও যাত্রা শেষের জায়গার নাম ইনপুট করতে হবে। ইনপুট করার পর অপেক্ষা করুন। আইআরসিটিসি-র তৎকাল বুকিং শুরু হলে সঙ্গে সঙ্গে কনফার্ম করতে হবে।

আরোও পড়ুন : মমতার কাছে কৃতজ্ঞ! বাংলাদেশে অশান্তির মাঝে কেন এমন বললেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট?

তৎকালে কনফার্ম টিকিট পাওয়ার জন্য কী করবেন?

খুব তাড়াতাড়ি টিকিট বুকিং করে নিতে হবে। বুকিং শুরু হওয়ার সাথে সাথে টিকিট বুকিং করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এছাড়াও আইআরসিটিসি-র ওয়েবসাইট বা অ্যাপে আগে থেকে নাম, বয়স-সহ বিস্তারিত তথ্য দিয়ে রাখতে হবে।

ঠিক এইভাবে  ‘মাই প্রোফাইল’ অংশে  ‘ট্রাভেল লিস্ট’ আগে থেকে তৈরি করে রাখতে পারেন। যাত্রী কোথায় যাত্রা করবেন সেটি এখানে নিবন্ধিত আগে থেকে করে রাখা যায়। তাই বুকিং শুরু হলে নতুন করে ইনপুট করার প্রয়োজন হয় না। ফলে অনেকটাই বেঁচে যায় সময়।

Tatkal Ticket

এমনকি পেমেন্টের সময় বাঁচানোর জন্য আগে থেকে পেমেন্ট মেথড (ইউপিআই/কার্ড) সেভ করে রাখা যায়। তাছাড়াও ব্যবহার করতে পারেন আইআরসিটিসি ওয়ালেট। এই ধরনের তথ্য আগে থেকে ওয়েবসাইট বা অ্যাপে মজুত করে রাখলে বুকিং করার সময় অনেকটাই বেঁচে যায়। যার ফলে তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর