আতঙ্কের আবহ বাংলাদেশে! এরই মধ্যে চিন্ময় কৃষ্ণকে নিয়ে বড় ‘দুঃসংবাদ’, ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের হিন্দুরা

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। তাঁর পক্ষে সওয়াল করার জন্য কোনো আইনজীবী উপস্থিত হননি আদালতে। কোনো আইনজীবী না থাকায় আদালতে পিছিয়ে গেল মামলা। আরো এক মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে (Chinmoy Krishna Das)। আগামী শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী বছরের ২ রা জানুয়ারি।

চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) হয়ে লড়লেন না কোনো আইনজীবী

জানা যাচ্ছে, ধৃত চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) হয়ে যাঁরাই মামলায় অংশ নিয়েছেন তাঁদের প্রায় সকলকেই বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার হয়েছেন অনেকে। ফলত যাঁদের মামলায় অংশ নেওয়ার কথা ছিল, এদিন সকাল থেকে তাঁদের প্রায় সকলেই মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলেন। চট্টগ্রাম ইসকন প্রবর্তক মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) আইনজীবী সকাল থেকে মোবাইল বন্ধ করে রেখে দিয়েছিলেন নিজের।

Hindus are furious for chinmoy krishna das case in Bangladesh

হামলা হয়েছে একজন আইনজীবীর উপরে: চিন্ময় কৃষ্ণের (Chinmoy Krishna Das) অন্যতম আইনজীবী রমেন রায় ভয়াবহ হামলার শিকার হয়েছেন ইতিমধ্যেই। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাংলাদেশে ইসকনের মুখপাত্র রাধারমণ দাস এই খবর জানিয়ে রমেন রায়ের হাসপাতালে থাকার ছবিও শেয়ার করেছেন।

 আরো পড়ুন : হিন্দুদের ওপরে নির্যাতনের জের! বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ভারতের এই রাজ্যে

মামলায় ফাঁসানো হয়েছে বাকিদের: জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলায় লড়া মোট ১১৪ জন আইনজীবীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে অনেকে আহতও হয়েছেন। চিন্ময় কৃষ্ণের (Chinmoy Krishna Das) হয়ে যাতে কেউ না দাঁড়ায় তার জন্য বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ।

আরো পড়ুন : শরীরে ক্যানসারের থাবা! মারণ রোগের সঙ্গে লড়াইয়ের কথা কাউকে জানতেই দেননি শর্মিলা!

সেই কারণেই এদিন একজনও আইনজীবী উপস্থিত হননি আদালতে। ধৃত সন্ন্যাসীর আইনজীবীও মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলে খবর। এদিকে মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে ছিলেন ভারত সহ বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। কিন্তু এদিন ফের শুনানি পিছিয়ে যাওয়ায় বিক্ষোভের মাত্রা আরো বেড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন আরো বড় করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিভিন্ন মহলে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর