রয়েছে একাধিক কারণ! রাহানে অধিনায়ক হলে চূড়ান্ত ব্যর্থ হবে KKR, জানলে আপনিও হবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে IPL-এর মেগা নিলাম। যেখানে দলগুলিকে নতুনভাবে সাজানো হয়েছে। এদিকে, কলকাতা নাইট রাইডার্স IPL ২০২৫-এর জন্য একজন অধিনায়ক খুঁজছে। গত মরশুমে তাদের চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ার দল ছেড়েছেন। এদিকে, নিলামের পর্বে KKR (Kolkata Knight Riders) কিছু খেলোয়াড় দলে নিলেও তাঁদের মধ্যে কে অধিনায়ক হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

রাহানে অধিনায়ক হলে চূড়ান্ত ব্যর্থ হবে KKR (Kolkata Knight Riders):

বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে যে, KKR (Kolkata Knight Riders) অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করার কথা ভাবছেন। যদিও, অজিঙ্কা রাহানে অধিনায়ক হলে KKR আদৌ কতটা সুবিধা পাবে তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ৩ টি এমন পয়েন্ট উপস্থাপিত করব যেটি থেকে স্পষ্ট হয়ে যাবে যে অজিঙ্কা রাহানে অধিনায়ক হিসেবে KKR-কে হয়তো খুব একটা বেশি সাহায্য করতে পারবেন না।

Kolkata Knight Riders will fail if Ajinkya Rahane is the captain.

৩. IPL-এর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব: IPL-এ রাহানের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্টভাবে বারংবার পরিলক্ষিত হয়েছে। রাহানে IPL-এর প্রথম মরশুম থেকে একটানা খেললেও, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না। বিগত কয়েক মরশুম ধরে এই বিষয়টি দেখা গিয়েছে। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময়ে তিনি ১৭০-এর বেশি স্ট্রাইক-রেটে ১৪ ম্যাচে ৩২৬ রান করেছিলেন। এটি তাঁর পুরো IPL কেরিয়ারে একমাত্র মরশুম ছিল যখন তিনি ১৫০ বা তার বেশি স্ট্রাইক-রেটে রান করেছিলেন।

আরও পড়ুন: IPL-এ “আনসোল্ড” এই ভারতীয় খেলোয়াড় তুলছেন ঝড়! দ্রুততম সেঞ্চুরির পর এবার ৩৬ বলে করলেন বাজিমাত

২. সব ম্যাচ খেলা বাধ্যতামূলক: পাওয়ার হিটার না হওয়া সত্বেও রাহানে T20 ক্রিকেটে নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন। তবে, গত কয়েক বছরে T20 ক্রিকেট, বিশেষ করে IPL যেভাবে পরিবর্তিত হয়েছে তাতে রাহানে সমস্যায় পড়েছেন। এমন পরিস্থিতিতে রাহানেকে অধিনায়ক করা হলে প্রতি ম্যাচেই তাঁকে মাঠে নামতে হবে। যা তাঁর পারফরম্যান্সের পাশাপাশি দলের খেলাকেও প্রভাবিত করতে পারে।

আরও পড়ুন: হয়ে যান সাবধান! এবার RBI নজর রাখছে এই অ্যাকাউন্টগুলিতে, ব্যাঙ্কগুলিকে দেওয়া হল কড়া নির্দেশ

১. KKR-এর একজন দীর্ঘমেয়াদী অধিনায়ক প্রয়োজন: রাহানে এখন ৩৬ বছর বয়সী এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের অধিনায়কত্বও পাননি তিনি। রাহানে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে টুর্নামেন্ট খেলছেন। এর আগে KKR (Kolkata Knight Riders) যাঁকে অধিনায়ক নিযুক্ত করত তিনি কয়েক বছর একটানা দলের সাথে থাকতেন। এবারও এই দলের এমন একজন খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে নিয়োগ করা উচিত যিনি কয়েকটা মরশুমে একটানা দলের সাথে থাকতে পারবেন বা অধিনায়কত্ব করতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর