বাংলাহান্ট ডেস্ক : অস্কারের নমিনেশন তালিকায় স্থান পেল ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) গাওয়া বাংলা গান। একসঙ্গে দু দুটি সাফল্য। এই প্রথম কোনো বাংলা গান জায়গা পেল অস্কারের মনোনয়নে, আবার সেই গানের গায়িকা বাংলার জনপ্রিয় শিল্পী ইমন (Iman Chakraborty)। গানের নাম ‘ইতি মা’। শিশু দিবস উপলক্ষে পথশিশুদের জন্য গাওয়া এই গান বাঙালি শ্রোতাদের মন জয়ের পর এবার বিশ্ব মঞ্চে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে।
অস্কারের মনোনয়নে ইমনের (Iman Chakraborty) গাওয়া বাংলা গান
‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। গত ১৪ ই নভেম্বর মুক্তি পায় গানটি। ছবিটির পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখার্জি এবং সঙ্গীত পরিচালনা করেছেন সায়ন। এবারের অস্কার মঞ্চে মোট ৭৯ টি সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরে মোট ১৪৬ টি গানের মধ্যে অন্যতম ইমনের (Iman Chakraborty) গাওয়া এই গানটি। বাঙালির কাছে এই দিনটি বড় গর্বের।
কাকে কাকে জানালেন সুখবর: উচ্ছ্বসিত ইমনও (Iman Chakraborty)। নিজের গাওয়া গান অস্কারের মঞ্চে নমিনেশন পেয়েছে বলে কথা! তবে গায়িকা জানালেন, এত বড় সুখবরটিও এখনো সকলকে দেননি তিনি। শুধুমাত্র নিজের বাবা এবং স্বামী নীলাঞ্জনকে জানিয়েছেন। এছাড়া সারেগামাপার শুটিংয়ের ফাঁকে জানিয়েছেন সহ বিচারক শান্তনু মৈত্রকে।
আরো পড়ুন : পাক নৌসেনার শক্তি বাড়াচ্ছে “ধূর্ত” চিন, জবাব দিতে তৈরি ভারতও, কড়া হুঁশিয়ারি নৌবাহিনী চিফ ত্রিপাঠীর
মনোনয়ন পেয়ে কী বললেন শিল্পী: সংবাদ মাধ্যমকে ইমন (Iman Chakraborty) বলেন, অস্কারের সেরা ৭৯ টি গানের মধ্যে তাঁর গান রয়েছে, খুব আনন্দ হচ্ছে। নিজের গান থাকার চেয়েও তিনি বেশি খুশি বাংলা গানের নমিনেশন পাওয়ায়। ইমন বলেন, লায়ন কিং এর ‘মুফাসা’র মতো গানের সঙ্গে টক্কর দিয়ে এই জায়গায় উঠে এসেছে বাংলা গান। অস্কারের থেকে উপরে আর কোনো অ্যাওয়ার্ড আছে বলে তো তাঁর জানা নেই। তাই প্রচণ্ড আনন্দে আছেন ইমন (Iman Chakraborty)। উক্ত সিনেমা এবং গানের পরিচালকের সঙ্গেও কৃতিত্ব ভাগ করে নিয়েছেন ইমন।
আরো পড়ুন : জাল নোটের বাড়বাড়ন্ত রুখতে শেষ ভরসা প্লাস্টিক! অর্থনীতিকে চাঙ্গা করতে নয়া উপায় “ধুরন্ধর” পাকিস্তানের
কিন্তু কীভাবে বাছাই হবে সেরা গান? উল্লেখ্য, সঙ্গীত ক্যাটেগরিতে নির্বাচনের জন্য তৈরি হয়েছে এক বিভাগীয় নির্বাচনী দল। তাদেরই ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে সেরা ১৫ টি মৌলিক গান এবং ২০ টি মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোর। প্রথম পর্বের নির্বাচনী প্রক্রিয়া চলবে ৯ থেকে ১৩ ই ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৭ ই ডিসেম্বর বাছাই করা গানগুলি ঘোষণা করা হবে।