বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বাংলা সিরিয়ালের প্রসঙ্গ উঠলেই যে নামটি প্রথম দিকেই আসবে তা হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। জি বাংলার এই ধারাবাহিক বিগত দু বছর ধরে একটানা ঝোড়ো ব্যাটিং করে চলেছে। নতুন নতুন অনেক সিরিয়াল এলেও নিম ফুলের মধুর (Neem Phuler Modhu) জনপ্রিয়তা কমেনি। তবে সম্প্রতি স্লট বদল হওয়াতে টিআরপি খানিক কমেছে। আর তাই এবার গল্পেও বড়সড় বদল আনতে চলেছেন নির্মাতারা।
বড়সড় লিপ নিচ্ছে নিম ফুলের মধুর (Neem Phuler Modhu) গল্প
সাম্প্রতিক প্রকাশ্যে আসা প্রোমো দেখেই দর্শকরা বুঝে গিয়েছেন গল্প এক ধাক্কায় বেশ খানিকটা এগিয়ে যেতে চলেছে। যেমনটা জানা যাচ্ছে, একটা বড়সড় লিপ নিয়ে ২০ বছর এগিয়ে যাবে নিম ফুলের মধুর (Neem Phuler Modhu) গল্প। প্রোমো শুরুই হয়েছে বড়বেলার পুঁটির হাত ধরে। একই সঙ্গে বেশ কিছু চমকও মিলেছে প্রোমো থেকে। জানা গিয়েছে, কৃষ্ণার প্রার্থনা মতো এবার পর্ণার ছেলেই হয়েছে, অর্থাৎ ‘বাবু’র বাবু হয়েছে। অন্যদিকে প্রয়াত হয়েছেন ‘ধ্যাষ্টামো’ জেঠু। আবার সৃজন হারিয়ে গিয়েছে। আর তার শোকে বদলে গিয়েছে পর্ণা।
পর্ণা সৃজনের ছেলের চরিত্রে কে: প্রোমো থেকেই জানা গিয়েছে, পর্ণা সৃজনের মেয়ে পুঁটির বড়বেলার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোমু সরকারকে। কিন্তু পুঁটির ভাই অর্থাৎ পর্ণা সৃজনের চরিত্রে থাকছেন কে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রোমোতে অবশ্য এক ঝলকের জন্য দেখানো হয়েছে বাবুর বাবুকে। তবে জানেন কী এই অভিনেতার পরিচয়?
আরো পড়ুন : ফের বাধা বিয়েতে, আপনজনের মৃত্যু শ্বেতার পরিবারে! আটকে প্রস্তুতি
আগেও করেছেন অভিনয়: যেমনটা জানা যাচ্ছে, নিম ফুলের মধুতে (Neem Phuler Modhu) এবার পর্ণা সৃজনের ছেলের চরিত্রে অভিনয় করতে চলেছেন রাজদীপ গোস্বামী। অভিনয় ইন্ডাস্ট্রির নতুন মুখ না হলেও ছোটপর্দায় এটাই তাঁর প্রথম কাজ। এর আগে ‘নষ্টনীড়’ এবং ‘সম্পূর্ণা ২’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। সিরিয়ালে এবার কেমন অভিনয় করেন তিনি সেটাই দেখার।
আরো পড়ুন : ঐতিহাসিক! প্রথম বার অস্কারের মনোনয়নে বাংলা গান, বিরাট স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় ইমন
অন্যদিকে পুঁটি অর্থাৎ সোমুর প্রথম সিরিয়াল ‘গোধূলি আলাপ’। ধারাবাহিকে খ্যাতনামা অভিনেতা কৌশিক সেনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর ‘আলোর কোলে’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সোমু। তবে সিরিয়ালটি খুব তাড়াতাড়িই শেষ হয়ে যায়। এবার মুখ্য চরিত্র না হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে নিম ফুলের মধুতে পা রাখছেন তিনি।