বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বাজিমাত করল IIT খড়্গপুর (IIT Kharagpur)। সম্প্রতি সেখানে চলা প্লেসমেন্ট সেশনে ২ দিনে ৮০০ টিরও বেশি চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলি এই অফারগুলিতে অন্তর্ভুক্ত রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ওই প্লেসমেন্ট সেশনে কোম্পানিগুলি শিক্ষার্থীদের কোটি কোটি টাকার প্যাকেজ অফার করেছে। গত রবিবার IIT খড়্গপুরে প্লেসমেন্ট সেশন শুরু হয়েছিল।
ফের নজির গড়ল IIT খড়্গপুর (IIT Kharagpur):
মিলেছে ইন্টারন্যাশনাল অফার: এই প্রসঙ্গে প্রতিষ্ঠান (IIT Kharagpur) সূত্রে জানা গিয়েছে যে, পড়ুয়ারা ২০২৪-২৫ প্লেসমেন্ট সেশনের প্রথম ২ দিনে ৮০০ টিরও বেশি চাকরির অফার পেয়েছে। ওই বেশিরভাগ অফার সফ্টওয়্যার, অ্যানালিটিক্স, ফাইন্যান্স, ব্যাঙ্কিং, কনসাল্টেশন এবং কোর ইঞ্জিনিয়ারিং সেক্টরে এসেছে। পাশাপাশি, পড়ুয়ারা এবারে ১৩ টি ইন্টারন্যাশনাল অফার পেয়েছেন বলেও জানা গিয়েছে।
সর্বোচ্চ প্যাকেজ ২.১৪ কোটি টাকার: জানিয়ে রাখি যে, এবারের প্লেসমেন্ট সেশনে রীতিমতো নজির গড়েছে IIT খড়্গপুর (IIT Kharagpur)। সেখানকার ১১ জন পড়ুয়া ১ কোটি টাকার বেশি প্যাকেজ (বার্ষিক) পেয়েছেন। পাশাপাশি সর্বোচ্চ প্যাকেজ হল ২.১৪ কোটি টাকার। মূলত Apple থেকে শুরু করে Capital One, DE Shaw, Glynn, Google, Graviton, Microsoft-এর মতো কোম্পানি এই প্লেসমেন্ট স্টেশনে অংশগ্রহণ করে।
আরও পড়ুন: ছেলেবেলার বন্ধুর সাথে দেখা! সচিনকে কাছে পেয়েই আবেগে ভাসলেন কাম্বলি, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
এর পাশাপাশি Qualcomm, American Express, Flipkart, MasterCard, Optiver, Quantbox, Databricks, Squarepoint Capital, Ebullient Securities-এর মতো সংস্থাগুলিও শিক্ষার্থীদের জন্য প্রচুর অফার দিয়েছে।
আরও পড়ুন: যাত্রীদের জন্য দুর্দান্ত সুখবর! এবার বাড়তে চলেছে বন্দে ভারতের কোচের সংখ্যা, বিরাট পদক্ষেপ রেলের
কি জানিয়েছেন ডাইরেক্টর: এই বিষয়ে তথ্য প্রদান করে IIT খড়গপুরের ডাইরেক্টর প্রফেসর ভি কে তিওয়ারি বলেন, “যদিও বর্তমান ‘প্লেসমেন্ট’ সেশনটি ধীরগতির, তবুও IIT খড়গপুর (IIT Kharagpur) ৮০০ টিরও বেশি অফার নিয়ে প্লেসমেন্টের ক্ষেত্রে শীর্ষে রয়েছে। এটি একটি বিরাট প্রমাণ যে, আমরা কিভাবে এমন নেতৃত্বদের প্রস্তুত করছি যাঁরা জাতি গঠনে অংশীদার হবেন।”
‘এক দিনে হালুয়া টাইট করে দিয়েছি …’, জানেন বাংলাদেশিদের সঙ্গে কি এমন করলেন শুভেন্দু?