আরেব্বাস! মাত্র ৩০ টাকায় মিলবে ৬ মাস ফ্রি খাবার ডেলিভারি! ধামাকা অফার Zomato’র

বাংলাহান্ট ডেস্ক : খাবার ডেলিভারি সংস্থা (Free Food Delivery) জোম্যাটো গ্রাহকদের জন্য নিয়ে এল দুর্দান্ত একটি অফার। মাত্র ৩০ টাকার বিনিময়ে ৬ মাস পর্যন্ত বিনামূল্যে খাবার ডেলিভারি পাবেন গ্রাহকরা। গোল্ড মেম্বারশিপের  (Zomato Gold Membership) মাধ্যমে ৬ মাস গ্রাহকদের বিনামূল্যে খাবার ডেলিভারি করার লোভনীয় অফার ঘোষণা করেছে এই সংস্থাটি।

ধামাকা অফার Zomato’র

হাতে স্মার্টফোন থাকলে নিমেষে পছন্দের রেস্তোরাঁ থেকে অর্ডার করে নেওয়া যায় খাবার। ক্রমেই দেশে জনপ্রিয়তা বাড়ছে জোম্যাটো, সুইগির মতো ফুড ডেলিভারি সংস্থাগুলির। বেশি করে গ্রাহকদের আকর্ষণ করতে নানান অফার নিয়ে আসছে এই ফুড ডেলিভারি সংস্থাগুলি। থাকছে বিভিন্ন ডিসকাউন্ট ও অফার।

Zomato

এবার গ্রাহকদের জন্য Zomato মাত্র ৩০ টাকার বিনিময়ে নিয়ে এসেছে গোল্ড মেম্বারশিপ। বিনামূল্যে খাবার ডেলিভারি, ডিসকাউন্ট এবং বিশেষ অফার সহ একাধিক সুবিধা থাকছে এই মেম্বারশিপের আওতায়। টানা ৬ মাস গ্রাহকরা উপভোগ করতে পারবেন এই সুবিধাগুলি। ব্ল্যাক ফ্রাইডে সেলে গ্রাহকদের জন্য এমন অফারের কথা ঘোষণা করল দেশের অন্যতম বৃহত্তম ফুড ডেলিভারি সংস্থা Zomato।

আরোও পড়ুন : জুটেছিল ‘ঝাড়ুদার’ তকমা, ‘রাধা’র চরিত্রে অভিনয় করতে আমিষ ছেড়েছিলেন এই মুসলিম অভিনেত্রী!

সংস্থা তরফে জানানো হয়েছে, ডেলিভারি লোকেশন থেকে ৭ কিলোমিটারের মধ্যে ২০০ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে গোল্ড মেম্বারশিপের আওতায় গ্রাহকরা বিনামূল্যে ফুড ডেলিভারি পাবেন। ফুড ডেলিভারি চার্জ হিসাবে ১ টাকাও দিতে হবে না গ্রাহককে। ব্ল্যাক ফ্রাইডে সেল উপলক্ষে শুরু হয়েছে এই অফার।

Zomato

 এই অফারে ২০,০০০ টিরও বেশি অংশীদার রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৩০% পর্যন্ত ডিসকাউন্ট। গোল্ড মেম্বারশিপ নিতে হলে Zomato অ্যাপ খুলে আপনার ডানদিকে থাকা প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। তারপর গোল্ড মেম্বারশিপের ব্যানার দেখতে পাবেন। সেখানে ক্লিক করে ৩০ টাকা পেমেন্ট করলে আপনি চলে আসবেন গোল্ড মেম্বারশিপের আওতায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর