বাংলা হান্ট ডেস্ক: চেনা ছন্দে ফিরছে শীত। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হুড়মুড়িয়ে পারদ পতন দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও প্রতিবারের তুলনায় এবারে অনেক ধীর গতিতে রাজ্যে প্রবেশ করেছে শীত। মাঝে ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছুটা দেই হয়েছিল। তবে এখন আর বাধা নেই। এবারে নামবে তাপমাত্রা। এরই মাঝে অবশ্য বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর -পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। ফলত আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পতন লক্ষ্য করা যাবে। আগামী দু’দিনেই তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ১৫ই ডিসেম্বর এর পর থেকে আরও জাঁকিয়ে পড়বে শীত। এরই সাথে চ্যালেঞ্জ হতে পারে কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশায় থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কিছু অংশে৷ বৃহস্পতিবার কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে।
শহর কলকাতাতেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতাতেও আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা (West Bengal Weather Update) নামবে। আগামী ১৫ ডিসেম্বর পরে আমূল বদল আসতে পারে পরিস্থিতিতে। ১৫ ডিসেম্বরের দিকে দার্জিলিং ৪, কালিম্পং ৬, এমনকি পাল্লা দিয়ে পুরুলিয়া ৬, কলকাতা ১০ ডিগ্রিতেও তাপমাত্রা নেমে যেতে পারে।
আরও পড়ুন: হাইকোর্টের জমি জবরদখল! ‘খালি না হলে জমিতে বুলডোজার চালিয়ে দিন’, বড় নির্দেশ
এদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal Weather)। সকাল থেকেই উত্তরের একাধিক জেলায় মেঘলা আকাশ। আজ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও হালকা বৃষ্টি হতে পারে। ১৫ ডিসেম্বরের পর থেকে হাড়হিম করা শীতের সম্ভাবনা উত্তরে।