পেটের ভেতর…! জেল থেকে বেরিয়েই হাসপাতালে ভর্তি অর্পিতা মুখোপাধ্যায়! কী হল পার্থ ‘বান্ধবী’র?

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছেন আদালত। তারপর কয়েকদিন যেতে না যেতেই সামনে আসছে বড় খবর! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আচমকা কী হল পার্থ ‘বান্ধবী’র?

  • বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে অর্পিতার (Arpita Mukherjee)!

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২০২২ সালের গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। এরপর বিগত দু’বছরের অধিক সময় ধরে জেলবন্দি ছিলেন তিনি। একাধিকবার জামিনের আবেদন জানিয়েও সুরাহা হয়নি। গত নভেম্বর মাসে মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্তি পান অর্পিতা। সেই প্যারোলের মেয়াদ শেষ হওয়ার আগেই আসে জামিনের খবর। এবার জানা যাচ্ছে, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

রিপোর্ট বলছে, বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ (Partha Chatterjee) ‘বান্ধবী’। সেখানে তাঁর চিকিৎসা চলছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, পেটের ভেতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ ‘একেবারে অতিসক্রিয়তা’, আর জি কর আবহেই বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের, কোন মামলায়?

সদ্য মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছেন নিয়োগ দুর্নীতির এই অভিযুক্ত। এরপরেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। পেটের সংক্রমণ গুরুতর আকার নেওয়ার কারণে অর্পিতাকে হাসপাতালে ভর্তি করা হয় (Hospitalized)। বর্তমানে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

aprita mukherjee

উল্লেখ্য, গত ২০ নভেম্বর মায়ের মৃত্যুর কারণে প্যারোলে ছাড়া পান নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা। এমতাবস্থায় সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে ফের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। ইডির বিশেষ আদালতে সেই আর্জি জানানো হয়। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তার বিরোধিতা করা হলেও শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত।

আপাতত কলকাতার বাইরে যেতে পারবেন না অর্পিতা (Arpita Mukherjee)। তাঁর পাসপোর্ট জমা রাখতে হয়েছে। সেই সঙ্গেই তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। মায়ের শ্রাদ্ধের কাজ সম্পন্ন হওয়া অবধি অর্পিতাকে বেলঘরিয়ায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর কলকাতায় ফেরার কথা ছিল তাঁর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর