পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট মোড়! নমুনা মিললেই …

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আসতে চলছে নতুন মোড়। এই মামলায় জামিনের আর্জি জানিয়ে বুধবারেই সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিলেন পচিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মধ্যে নতুন করে গতি পেতে চলেছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলা। কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই-এর হাতে এই মামলায় গ্রেপ্তার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার ও বহিষ্কৃত এক তৃণমূল নেতা। বুধবার ব‍্যাঙ্কশাল আদালতে ম‍্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল তাদের।

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আসছে নতুন মোড়!

সূত্রের খবর, এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সন্তু গঙ্গোপাধ‍্যায় ও অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার পর একটি অডিও পেয়েছিল তদন্তকারী অফিসারেরা। সেই অডিওটির সাথে দুই অভিযুক্তর গলার স্বর মিলিয়ে দেখার জন্যই আদালতে আবেদন জানিয়েছিল তদন্তকারীরা। ইতিমধ্যেই সেই আর্জি মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন: সেই তো শাসক দল জিতে গেল! ‘কী হল এত আন্দোলন করে?’

নির্দেশ মতো এদিন ওই দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, এই কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। উল্লেখ্য, নিয়োগ মামলায় অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়  হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা। ইডির মামলায় তিনি জেলেও গিয়েছেন তিনি।গত মাসেই অর্থাৎ ২৫ নভেম্বর তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছিলেন বিচারক।

Recruitment Scam

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি! এরই মাঝে ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বড় খবর

অন্যদিকে তদন্তে অসহযোগিতার অভিযোগে একইদিনে বেহালা থেকে গ্রেপ্তার করা হয় সন্তুকে। তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কাজ শেষ। এবার তা মিলিয়ে দেখার পালা। নমুনা মিলে গেলেই আগামী দিনে এই নিয়োগ দুর্নীতি মামলায় মোড় ঘুরে যেতে পারে বলেই আশাবাদী তদন্তকারীরা। এছাড়া এই একই মামলায় বৃহস্পতিবার সশরীরে আদালতে তোলা হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর