বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে লিপস অ্যান্ড বাউন্ডস। নিয়োগ দুর্নীতির সূত্র ধরে সামনে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) নাম। এই সংস্থারই কর্মচারী সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছে ইডির হাতে। বহুদিন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাঁচের নীচে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস। এই নিয়ে বিস্তর চর্চা চলেছে বেশ কিছু দিন। এরই মাঝে সম্প্রতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা ইডি। রিপোর্টে অনুযায়ী, সেই চার্জশিটের শুরুতেই আছে লিপস অ্যান্ড বাউন্ডসের নাম।
যেই লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে এত চর্চা, সেই সংস্থার আদতে কাজ কী? কেন বারবার দুর্নীতি ইস্যুতে নাম জড়াচ্ছে লিপস অ্যান্ড বাউন্ডসের! গত ফেব্রুয়ারী মাসে নিজের সংস্থা নিয়ে মুখ খুলেছিলেন সংস্থার সিইও অভিষেক। সেই সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তার সংস্থা মিনারেল ওয়াটার তৈরি করে।
এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিষেক দাবি করেন, এখন মিনারেল ওয়াটার তৈরির কাজে যুক্ত আছে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস। অভিষেক বলেন, এই প্রথম নয়, এর আগে কয়লা পাচার, গরু পাচার মামলার ক্ষেত্রেও লিপস অ্যান্ড বাউন্ডসের নাম জুড়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। যদিও কোনওক্ষেত্রেই তার সংস্থার বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি বলে জোর গলায় দাবি করেন তৃণমূল সাংসদ।
নিজের সংস্থার বিষয়ে অভিষেক বলেন, তিনি ২০০৯ সালে লিপস অ্যান্ড বাউন্ডস তৈরি করেন। প্রথমে সেটি ‘পার্টনারশিপ ফার্ম’ ছিল। এরপর ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’ হয়। প্রাথমিকভাবে তার সংস্থা শেয়ার ট্রেডিং, উপদেষ্টা সংস্থা, ব্র্যান্ডিংয়ের মতো কাজে নিযুক্ত ছিল। তবে এখন আর সেসব হয়না। বর্তমানে মিনারেল ওয়াটার তৈরি করে তার সংস্থা। দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটে সেই মিনারেল ওয়াটার তৈরির কারখানাও রয়েছে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি! এরই মাঝে ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বড় খবর
অভিষেক আরও জানান, বর্তমানে সেই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন তার মা, বাবা এবং স্ত্রী। তবে প্রাথমিকভাবে তিনিই ছিলেন লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর। ২০১৪ সালে যখন তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট থেকে লড়তে ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। বর্তমানে তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও।
আরও পড়ুন: ‘শুধু আপনি..,’ দু’বছর পার, নিয়োগ দুর্নীতি মামলায় এবার জোর ধাক্কা পার্থর
প্রসঙ্গত, এই লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে বিগত কয়েক মাস ধরে কম জলঘোলা হয়নি। এই সংস্থার সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক। অভিষেকের সংস্থায় চলেছে ইডির ম্যারাথন তল্লাশি। মাঝে বেশ কিছুদিন সব শান্ত থাকলেও ফের প্রাথমিকে নিয়োগ মামলায় ইডির চার্জশিটে সেই লিপস অ্যান্ড বাউন্ডস।