বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মেগা নিলামের পর নতুনভাবে দল সাজিয়েছে। গত মরশুমের তুলনায় এই দল অনেকটাই পাল্টে গিয়েছে। শুধু তাই নয়, অধিনায়ক শ্রেয়স আইয়ারও দল ছেড়েছেন। তবে, নিলামের পর্বের আগে এই ফ্র্যাঞ্চাইজি একজন তরুণ খেলোয়াড়ের ওপর ভরসা রেখে তাঁকে ধরে রেখেছিল। কিন্তু, তাঁর ধারাবাহিক খারাপ পারফরম্যান্স এখন সকলের চিন্তা বাড়াচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন আমরা রিঙ্কু সিংয়ের বিষয়েই বলছি। সম্প্রতি তিনি T20 ফরম্যাটে বারংবার ব্যর্থ হচ্ছেন।
চিন্তা বাড়াচ্ছেন KKR (Kolkata Knight Riders)-এর এই প্লেয়ার:
মেগা নিলামের পর দল সাজিয়ে আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। নিলামে KKR (Kolkata Knight Riders) অনেক বড় খেলোয়াড়ের ওপর বাজি ধরেছিল। ভেঙ্কটেশ আইয়ার এবং কুইন্টন ডি কককে দলে নেওয়ার জন্য প্রচুর অর্থ খরচ করা হয়েছে। সামগ্রিকভাবে এই দল যথেষ্ট শক্তিশালীও। কিন্তু, এসবের মধ্যেই রিঙ্কুর পারফরম্যান্স প্রত্যেকের উদ্বেগ বাড়িয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রিঙ্কু KKR (Kolkata Knight Riders)-এর একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হন। কলকাতার হয়ে তিনি বহু ম্যাচ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে জিতিয়েছেন। শুধু তাই নয়, জাতীয় দলেও তিনি সুযোগ পেয়ে নিজেকে বারংবার প্রমাণ করেছেন। রিঙ্কু শাহরুখ খানের অত্যন্ত ঘনিষ্ঠ। এমতাবস্থায়, দলের জন্য তাঁর ফর্মে থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: এবার পাল্টে যাবে দেশের ভোল! তেল এবং গ্যাসে আসবে বিপুল লগ্নি, নেওয়া হল বড় পদক্ষেপ
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চূড়ান্ত ফ্লপ: IPL ২০২৫-এর ১৮ তম মরশুমের আগে এখন ভারতে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলা হচ্ছে। যেখানে একাধিক তরুণ খেলোয়াড় তাঁদের পারফরম্যান্স প্রদর্শন করে সবাইকে অবাক করছেন। তবে, উত্তরপ্রদেশের হয়ে খেলা রিঙ্কু সিং এখনও নজর কাড়তে পারেননি। তিনি এই পর্যন্ত ৫ টি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন: দীর্ঘ “নাটক’-এর অবসান! যুদ্ধে জিতে JioHotstar ডোমেইন নিজের কাছেই রাখলেন আম্বানি
৬ টি ম্যাচে করেছেন মাত্র ১ টি হাফ-সেঞ্চুরি: রিঙ্কু সিং T20 ক্রিকেটে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। খুব কম সময়েই দ্রুত রান তুলে ফেলতে পারেন তিনি। তবে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর ব্যাট পুরোপুরি শান্ত থেকেছে। জানিয়ে রাখি যে, এই টুর্নামেন্টে রিঙ্কু ৬ ম্যাচের ৫ ইনিংসে মাত্র ১৯৫ রান করতে পেরেছেন। মাত্র ১ টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। অন্যান্য ইনিংসে তিনি করেছেন ২৪, ২৬, ৩০ ও ৪৫ রান। এমতাবস্থায়, রিঙ্কুর এহেন ফর্ম KKR (Kolkata Knight Riders)-এর অনুরাগীদের চিন্তা বৃদ্ধি করছে।