শীতের মাঝেই আজ থেকে ফের বৃষ্টি, কতদিন চলবে? এক নজরে আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে বেশ নামছে তাপমাত্রা। সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকি কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যেতে পারে। এমনটাই পূর্বাভাস। তার আগে আজ শুক্রবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া? কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? জানুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।

ডিসেম্বরের শুরু থেকেই পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শীতের পথে আগামী সপ্তাহে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার দরুন আগামী সপ্তাহের শুরুতে ফের দুই-তিন বাড়তে পারে তাপমাত্রা। আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ১৫ই ডিসেম্বর এর পর থেকে শীতের দাপট বাড়ার সম্ভাবনা।

তাপমাত্রা কমার সাথেই দোসর হয়েছে কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশায় সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম উত্তর ২৪ পরগনা, নদিয়ায়। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা ভোগাতে পারে।

south bengal weather

আরও পড়ুন: কোথায় গেল শীত? ১২৩ বছরের রেকর্ড ভাঙল উষ্ণতম নভেম্বর, ঘনিয়ে আসছে বড় সঙ্কট

উত্তরবঙ্গে (North Bengal Weather) হবে বৃষ্টি। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর সোমবার, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং মালদাতেও। কুয়াশার সম্ভাবনা থাকবে উত্তরের প্রায় সব জেলাতেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর