‘এক দিনে হালুয়া টাইট করে দিয়েছি …’, জানেন বাংলাদেশিদের সঙ্গে কি এমন করলেন শুভেন্দু?

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে অশান্তি যেন থামারই নাম নিচ্ছে না। আর সেই বিক্ষোভের আগুনেই হাত সেঁকছে কিছু ধৰ্মভীরু-মৌলবাদীদের দল। সনাতনী হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকে ওপর বাংলার সংখ্যালঘু হিন্দুদের ওপর বেড়েই চলেছে নির্যাতনের মাত্রা। প্রায় প্রতিদিনই পড়শি দেশ থেকে আসছে কোনো কোনো আশান্তির টুকরো ছবি। এই পরিস্থিতিতে চুপ করে বসে নেই বঙ্গ বিজেপি দল। পথে নেমে সক্রিয় আন্দোলনে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজনীতির রং নয় বরং একেবারে অরাজনৈতিকভাবে সনাতনী ঐক্য মঞ্চের নামে সুর চড়াচ্ছেন গেরুয়া বিধায়ক।

বাংলাদেশকে কিভাবে টাইট দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

বৃহস্পতিবার রানি রাসমনি অ্যাভিনিউতে সনাতনী হিন্দু সন্ন্যাসীদের হয়েই প্রতিবাদ সভায় সুর চড়ান শুভেন্দু। প্রকাশ্যে বিস্ফোরক দাবি করে তিনি বলেন, ‘এক দিনের মধ্যে ওদের হালুয়া টাইট করে দিয়েছি…’। সেটা কীভাবে? আসলে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ভারতের ওপর অনেকাংশে নির্ভরশীল।  সেই প্রসঙ্গ টেনে এনেই এদিন আরও একবার বাংলাদেশের ইউনুস সরকারকে কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু।

ভারতের ওপর বাংলাদেশের নির্ভরশীলতার একের পর এক উদাহরণ তুলে ধরে শুভেন্দু বলেন, ‘বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র ১১.২৫ বিলিয়ন। দশেরও পরে আপনারা।  আপনাদের ওপর আমাদের অর্থনীতি নির্ভরশীল নয়। আর আমরা কটন পাঠাই, ফুড ইন্ডাস্ট্রি, শাক সবজি, আলু, ডিম, পেঁয়াজ সব মিলিয়ে আমাদের ৯৭টা জিনিসের ওপর আপনাদের নির্ভর করতে হয়। নৌকো, লঞ্চের যন্ত্রও ভারত পাঠায়।’

আরও পড়ুন: দু’লক্ষ টাকা ঘুষ চেয়েছেন এএসআই! শুনেই ক্ষুব্ধ বিচারপতি ঘোষ, এল বড় নির্দেশ

এখানেই শেষ নয়। এরপরেই বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতার বিস্ফোরক দাবি বলেন, ‘একদিনে পেট্রোপোল বন্ধ করেই ৪০ গাড়ি পেঁয়াজ পচেছে। এক দিনেই হালুয়া টাইট করে দিয়েছি। এক্সপোর্টার, ইমপোর্টাররা সবাই হিন্দু। ওরা বলছে, দাদা সাতটা আটকে দিতে পারলে না, এদের কী অবস্থা কী হবে দেখবে!’

Suvendu Adhikari

শুরু বাংলাদেশের চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে ফুঁসে উঠেছেন শুভেন্দু। হিন্দু সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে গত সোমবারেই সীমান্ত বন্ধ করে দিয়েছিলেন সনাতনীরা। যদিও আগেই সেই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। পাশাপাশি এদিন মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি  বলেন, ‘মুক্তিযোদ্ধারা আরও একটু ঐক্যবদ্ধ থাকুন। ২০ জানুয়ারি ২০২৫-এর পর বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর