রিজার্ভেশন নিয়ে চিন্তিত? এই ৩ ট্রিকস্ মানলেই কনফার্ম ট্রেনের টিকিট! কীভাবে? জানুন এক ক্লিকেই

বাংলাহান্ট ডেস্ক : শীতকাল মানেই ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়া। আমাদের দেশে অধিকাংশ মানুষই গন্তব্যে পৌঁছানোর মাধ্যম হিসেবে বেছে নেন রেলকে (Indian Railways)। সস্তায় আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা নিতে রেলের জুরি মেলা ভার। তবে সব সময় ট্রেনের টিকিট কাটলেই যে সেটি কনফার্ম হবে এমন মানে নেই। অনেক সময় তৎকালে টিকিট কাটলেও কনফার্ম (Ticket Confirmation) হয়না। সেক্ষেত্রে এমন কিছু ট্রিক রয়েছে যেগুলি মেনে চললে টিকিট কনফার্ম (Ticket Confirmation) হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক টিকিট কনফার্মেশনের (Ticket Confirmation) সেই গোপন ট্রিক!

• IRCTC অ্যাপ ব্যবহার : আইআরসিটিসি মোবাইল অ্যাপ ব্যবহার করুন তৎকাল টিকিট কাটার জন্য। অ্যাপের মাধ্যমে করতে পারবেন দ্রুত বুকিং। অ্যাপ লগইন করার পদ্ধতি একটু পরিবর্তন করলেই আপনারা দ্রুত এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। ফলে দ্রুত টিকিট কাটার সুযোগ থাকবে আপনার। আইআরসিটিসির অ্যাপে হোম পেজের নিচের দিকে  ‘More’-এ গিয়ে চালু করুন বায়োমেট্রিক যাচাইকরণ। বায়োমেট্রিক যাচাই পদ্ধতি চালু থাকলে লগইন করার সময় ক্যাপচা ও ওটিপি’র ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া যায়।

Ticket confirmation

• ইন্টারনেট স্পিড: একটা কথা সব সময় মনে রাখবেন আপনার সাথে আরও কয়েক হাজার হাজার মানুষ একই ট্রেনের বুকিং করছেন। তবে আপনার ফোন বা কম্পিউটারের ইন্টারনেট গতি যদি ভালো না হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ বুকিং সম্ভব হবে না। তাই সর্বদা এমন জায়গা থেকে বুকিং করার চেষ্টা করুন যেখানে ইন্টারনেট কানেকশন ভালো রয়েছে।

আরোও পড়ুন : কংগ্রেস সাংসদের সিটের নীচে টাকার বান্ডিল! হুলস্থূল কান্ড রাজ্যসভায়

• Auto Upgradation: প্যাসেঞ্জার ডিটেইলসে ‘অটো আপগ্রেডেশন’- এ ক্লিক করুন বুকিং করার সময়। যদি স্লিপার ক্লাসের টিকিট উপলব্ধ না থাকে, তাহলে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে এসি ক্লাসের প্রাপ্যতা সম্পর্কে জানিয়ে দেবে অ্যাপ। এরফলে সহজেই আপনি আপনার টিকিট আপগ্রেড করতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর