ফের বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! এক লাফে বাড়বে তাপমাত্রাও, কবে থেকে? আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্ক: নামছে তাপমাত্রা। জমছে শীতের আমেজ। এরই মাঝে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না কোথাও। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিও ভিজবে। এদিকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পারদ পতনের সম্ভাবনাও রয়েছে রাজ্যে। সব মিলিয়ে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। তবে আগামী সোমবার থেকে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গ। বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও। যদিও এই সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা কিছুটা নেমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে এখনই জাঁকিয়ে শীত নয়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। তবে ফের আগামী সপ্তাহে শীতের পথে কাঁটা হবে পশ্চিমী ঝঞ্ঝা।

south bengal weather

আরও পড়ুন: জামিন মঞ্জুর! নিয়োগ দুর্নীতি মুক্ত কালীঘাটের কাকু, সাথেই বড় নির্দেশ হাইকোর্টের

আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ১৫ই ডিসেম্বর এর পর থেকে শীতের দাপট বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তারপরে ফের উর্ধমুখী হবে তাপমাত্রা।

south bengal weather

আরও পড়ুন: ‘এক দিনে হালুয়া টাইট করে দিয়েছি …’, জানেন বাংলাদেশিদের সঙ্গে কি এমন করলেন শুভেন্দু?

এদিকে আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal Weather) ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে। ২-৩ ডিগ্রি পর্যন্ত কমবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি এরপর উত্তরেও তাপমাত্রা বাড়তে পারে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর সোমবার, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং মালদাতেও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর