‘খুব কষ্ট, হয় আমাকে মরে যেতে হবে নয়তো…’ অশান্তির বাংলাদেশে কেমন আছেন ‘বেদের মেয়ে জোসনা’ অঞ্জু?

বাংলাহান্ট ডেস্ক : এপার বাংলা এবং ওপার বাংলা দুদিকেই যে ছবিগুলি জনপ্রিয়তা পেয়েছে এর মধ্যে অন্যতম হল ‘বেদের মেয়ে জোসনা’। বাংলাদেশি ছবিটিতে দুই বাংলার শিল্পীরাই অভিনয় করেছিলেন মুখ্য চরিত্রে। ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষকে (Anju Ghosh)। বাংলাদেশের পাশাপাশি টলিউডের দর্শকদের মাঝেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি।

বেদের মেয়ে জোসনা হিট করে অঞ্জু ঘোষকে (Anju Ghosh)

নব্বই দশকের বাংলা সিনেমার জগতে আলোড়ন ফেলেছিল বেদের মেয়ে জোসনা। রাতারাতি খ্যাতির আলোয় চলে এসেছিলেন অঞ্জু (Anju Ghosh)। এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা বেড়েছিল হু হু করে। চিরঞ্জিত চক্রবর্তীর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। অভিনয় কেরিয়ারে ৫০ টিরও বেশি সুপারহিট ছবি রয়েছে তাঁর।

Anju ghosh of beder meye josna opened up about current situation

এখন কেমন আছেন অভিনেত্রী: এত সাফল্য সত্ত্বেও একসময় গ্ল্যামার জগৎ থেকে আচমকাই অন্তর্ধান ঘটে তাঁর। দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি অঞ্জু (Anju Ghosh)। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমার ভীষণ কষ্ট। এখন হয় আমাকে মরে যেতে হবে, নয়তো অভিনয়ে ফিরতে হবে। আমি তো এখন ধিন ধিন করে নাচতে পারব না। এখন আমায় যে চরিত্রে মানায় সেই চরিত্রই করতে হবে। নায়কও তাই’।

আরো পড়ুন : সলমনের জন্য কেরিয়ারে লাল বাতি, ১২০০ কোটির সম্পত্তিতে ভাইজানকেও টেক্কা বিবেকের! কীভাবে?

আবারো ফেরার চেষ্টায়: ফেলে আসা অভিনয় কেরিয়ারের দিনগুলোর স্মৃতি রোমন্থন করে দীর্ঘশ্বাস ছাড়েন অঞ্জু (Anju Ghosh), আগে কত স্টেজ শো করেছেন। কিন্তু তিনি যখন এলেন তখনই সবটা শেষ। অভিনেত্রী বলেন, ‘ভেবেছিলাম বাংলাদেশে সবাই আছে। সাংঘাতিক একটা উত্থান হবে।’

আরো পড়ুন : গোপন নজরদারি চালাতে সীমান্তে ড্রোন মোতায়েন বাংলাদেশের, হাই অ্যালার্ট জারি ভারতে

অভিনয় জগতে ফেরার চেষ্টা অবশ্য এখনো চালিয়ে যাচ্ছেন অঞ্জু ঘোষ। কিছু ছবির প্রস্তাবের জন্যও নাকি অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু মনের মতো কিছু পাচ্ছেন না। আগের সেই সোনালি দিনের স্মৃতিতেই এখন বিভোর হয়ে রয়েছেন অঞ্জু।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর