অভিষেক নন! মমতার উত্তরসূরি কে? রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিগত প্রায় দেড় দশক ধরে দক্ষতার সঙ্গে রাজ্য চালাচ্ছেন তৃণমূল নেত্রী। এবার তাঁকেই জিজ্ঞেস করা হল উত্তরসূরির নাম। কোনও রাখঢাক না করেই উত্তর দিলেন তিনি।

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরসূরি কে?

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে নিজের রাজনৈতিক জীবন থেকে শুরু করে হবি, স্বাস্থ্য সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা করেন মমতা। সংশ্লিষ্ট অনুষ্ঠানের সঞ্চালক-সাংবাদিক এরপর তাঁর কাছে উত্তরসূরির নাম জানতে চান। জবাব আসে, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, সেটা দলই নেবে।

মমতা বলেন, ‘আমরা একটি শৃঙ্খলাপরায়ণ দল। যেখানে কোনও একজন ব্যক্তিবিশেষ আদেশ দিয়ে দেবেন না। জনগণের জন্য কোনটা ভালো হবে সেটা দল ঠিক করবে। আমাদের বিধায়ক, সাংসদ, বুথ কর্মী রয়েছেন … এটি একটি যৌথ প্রচেষ্টা’। তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো আরও বলেন, ‘আমি পার্টি নই। ‘আমরা’ পার্টি। এটি একটি যৌথ পরিবার এবং সকল সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হবে’।

আরও পড়ুনঃ রাজনীতিতে আসছেন সৌরভ! কবে? বড় কথা বলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের (TMC) রাশ কার হাতে যাবে তা নিয়ে সাম্প্রতিক অতীতে বিস্তর চর্চা হয়েছে। অভিজ্ঞ নেতা কিংবা তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হবে কিনা সেই বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘প্রত্যেকে গুরুত্বপূর্ণ। আজ যারা নবাগত, তাঁরা আগামীতে অভিজ্ঞ হবেন’। নতুন প্রতিভাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি।

Mamata Banerjee

উল্লেখ্য, মমতার (Mamata Banerjee) উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই তৃণমূলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে শুরু করেছে। কেউ তাঁকে ‘ভবিষ্যতের মুখ্যমন্ত্রী’ হিসেবে দেখতে চান, কারোর আবার ইচ্ছা ‘পুলিশমন্ত্রী’ হিসেবে দেখার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককেই আগামী দিনে মমতার জুতোয় পা গলাতে দেখা যাবে বলে মনে করেন অনেকে। এমতাবস্থায় মমতা স্পষ্ট জানালেন, তাঁর উত্তরসূরি কে হবে সেই সিদ্ধান্ত নেবে দল। ব্যক্তিবিশেষ নয়, বরং দলের সম্মিলিত সিদ্ধান্তই মান্যতা পাবে বলে জানালেন তৃণমূল নেত্রী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X