বাংলা হান্ট ডেস্ক: আমরা জীবনে কিছু করতে গেলে শুধু দোহাই দিয়েই চলে যাই। কিন্তু মনের ইচ্ছে ও জেদ থাকলে মাউন্ট এভারেস্টও জয় করা যায় । আর সেই কাজই করে দেখালেন ১০২ বছরের এক বৃদ্ধা। বৃদ্ধার ইচ্ছের কাছে মাথা নোয়াতে বাধ্য হল বয়সও। ১০২ বছর বয়সে তিনি ঘুরে আসলেন সাত সাতটি মহাদেশ। আমরা যেখানে সাধারণ পাড়ার মোড়ের দোকানে যেতে গেলে আলসেমি দেখাই সেখানে তিনি শুধু দেশ নয় মহাদেশ ঘুরে এলেন। সম্প্রতি সমাজ মাধ্যমে এমনই ভিডিও ভাইরাল (Viral) হয়েছে।
১০২ বছর বয়সী বৃদ্ধার ভাইরাল (Viral) ভিডিও
আসলে ভ্রমনপিপাসুদের কাছে কোন কিছুই দুষ্কর বলে মনে হয় না। এই ১০২ বছর বয়সের বৃদ্ধাও ছিলেন ভ্রমণপিপাসু। তাইতো, তিনি কাঁধে ঝোলা নিয়ে ছুটলেন সুদূর অস্ট্রেলিয়ায়। তাঁর এই ভ্রমণের সাক্ষী থাকলেন দুজন ইউটিউবার। বলা যায় বৃদ্ধার শেষ ইচ্ছা পূরণ করেছেন এই দুই ইউটিউবারই।
দুই ইউটিউবারের সাথে সাক্ষাৎ বৃদ্ধার: ভাইরাল (Viral) ভিডিও থেকে জানা যায়, আম্মার কান্ডিল ও স্টাফান টেলর নামের এই দুজনের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ওই চ্যানেলের নাম “ইয়েস থিওরি”। তারা ইউটিউবে ভিডিওর জন্য ক্যালিফোর্নিয়ার রেড উডস রিটায়ারমেন্ট ভিলেজে যান। সেই গ্রামে ভিডিও বানাতে গিয়ে আলাপ হয় ডরথি স্মিথের সঙ্গে। এই ডরথি স্মিথ হচ্ছেন ১০২ বছর বয়সী বৃদ্ধা।
ডরথি স্মিথের মনের ইচ্ছে: ডরথি স্মিথের সঙ্গে দুই ইউটিউবার কথা বলতে বলতে জানতে পারেন তাঁর ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে। এমনকি কথায় কথায় জানা যায়, তিনি নাকি ছটি মহাদেশ ঘুরে ফেলেছেন। তবে এখনো পর্যন্ত একটি মহাদেশ তাঁর ঘোরা বাকি। তাই শেষ বয়সে ডরথির এখনো শেষ ইচ্ছে ওই একটি মহাদেশ ঘুরে আসার। আম্মার কান্ডিল ও স্টাফান টেলর বৃদ্ধার শেষ ইচ্ছের কথা জানতে পেরে ঠিক করেন তারাই এই ইচ্ছে পূরণ করবেন। তাই যেমন ভাবা তেমন কাজ। বৃদ্ধার জন্য অস্ট্রেলিয়া ভ্রমণের প্ল্যানিং করতে থাকেন। সমাজ মাধ্যমে সেই ভিডিও দেখা গিয়েছে।
অস্ট্রেলিয়ায় (Australia) ভ্রমণ বৃদ্ধার: তবে প্রথম দিকে ডরথি বিশ্বাস করতে পারেননি যে সত্যিই তিনি অস্ট্রেলিয়া ভ্রমণে যাচ্ছেন। এমনকি ওই দুই ইউটিউবার প্রস্তাব দেওয়ার পরও তিনি ভেবেছিলেন তারা হয়তো মশকরা করছে। কিন্তু যখন অস্ট্রেলিয়ার টিকিট হাতে পান তখন বাকরুদ্ধ হয়ে পড়েন বৃদ্ধা। সমাজ মাধ্যমে প্রকাশিত ভাইরাল (Viral) ভিডিওতে দেখা গিয়েছে, শতায়ু পার করা ওই বৃদ্ধার পাসপোর্ট থেকে শুরু করে, থাকার সমস্ত বন্দোবস্ত তারা দুজন নিজের হাতে করে দিয়েছেন। এরপর গত সপ্তাহে ডরথি তার মেয়েকে নিয়ে পাড়ি দেন অস্ট্রেলিয়ার বিখ্যাত শহর সিডনিতে। সেখানকার বিভিন্ন কোণা তিনি ঘুরে ঘুরে দেখেন। সেই সাথে নিজের শেষ ইচ্ছেটাও পূরণ করেন।
আরও পড়ুনঃ এবার কারেন্ট একদম Free! ঘরে ঘরে মিলবে এই বিশেষ সুবিধা! কীভাবে অ্যাপ্লাই করবেন প্রকল্পে?
এক সাক্ষাৎকারে বৃদ্ধা বলেন, “ভ্রমণ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এত বড় একটা পৃথিবী, তার সমস্ত কোণা আলাদা। আমি সব ঘুরে দেখতে চেয়েছিলাম। কিচ্ছু মিস করতে চাইনি। তাই এই শেষ ইচ্ছেটাও ছিল।” এমনকি বৃদ্ধার দৃঢ় মনের বল দেখে বিমানের পাইলট থেকে কর্মচারীরা সকলেই প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ায় পৌঁছে তিনি ঘুরেছেন সিডনি (Sydney) ওয়াইল্ড লাইফ জু, সিডনি অপেরা হাউস-সহ একাধিক বিখ্যাত জায়গায়। সমাজ মাধ্যমে বৃদ্ধার মুখের উজ্জ্বল হাসি সবচেয়ে বেশি নজর কেড়েছে।
আরও পড়ুনঃ “ভগৎ সিং সন্ত্রাসবাদী”, অপমানজনক মন্তব্য পাকিস্তানের, যোগ্য জবাব দিল নয়াদিল্লি
আপনাদের জানিয়ে রাখি, এই গোটা বিষয়টির সাক্ষী ছিলেন ওই দুজন ইউটিউবার। তারা নিজ দায়িত্ব নিয়ে যেমন ভ্রমণ করিয়েছেন সেই সাথে ডরথির সঙ্গে প্রতিটি মুহূর্ত তারা ভাগ করে নিয়েছেন তাদেরই ইউটিউব চ্যানেলে। আর সেই ভিডিও থেকে জানা গিয়েছে সমস্ত খুঁটিনাটি তথ্য। অস্ট্রেলিয়ায় (Australia) সফর নিয়ে বৃদ্ধা বলেন, “এখানকার খাবার দাবার ভীষণ ভাল, মানুষজনও খুবই চার্মিং। আশপাশের পরিবেশ দেখার মত আর আবহাওয়া খুবই মনোরম।”