বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সিরিয়ায় উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। যার জেরে সতর্ক হয়েছে ভারত সরকার। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক একটি অ্যাডভাইজারি জারি করেছে। যেখানে সিরিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের (Indian) সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সিরিয়ায় বিদ্রোহী দলগুলির দেশটির রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হওয়ার খবর মিলেছে। যার কারণে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, ভারত সরকার ভারতীয় নাগরিকদের সিরিয়ায় সফরে এড়িয়ে চলতে এবং কিছু সময়ের জন্য এই ধরণের পরিকল্পনা না করার ক্ষেত্রে পরামর্শ দিয়েছে। ভারত সরকার শুক্রবার গভীর রাতে ওই অ্যাডভাইজারি জারি করে এবং ভারতীয় নাগরিকদের “যত তাড়াতাড়ি সম্ভব” সিরিয়া ছেড়ে যেতে বলেছে।
ভারতীয় নাগরিকদের (Indian) উদ্দেশ্যে জারি অ্যাডভাইজারি:
কি জানিয়েছে বিদেশ মন্ত্রক: মূলত, বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, “সিরিয়ার বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের (Indian) পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সিরিয়ায় সফর এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের জরুরি হেল্পলাইন নম্বর +963 993385973 ( হোয়াটসঅ্যাপ নম্বরও) এবং আপডেটের জন্য ইমেল আইডি hoc.damascus@mea.gov.in-এর মাধ্যমে দামেস্কে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখতে অনুরোধ করা হচ্ছে।”
বিষয়টির পরিপ্রেক্ষিতে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তাঁর সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি জানান “সিরিয়ার উত্তরে যুদ্ধের সাম্প্রতিক বৃদ্ধি আমরা লক্ষ্য করেছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক (Indian) রয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন।” তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে।
আরও পড়ুন: বন্দে ভারতের হাত ধরেই ইতিহাস গড়ার পথে রেল! আসতে চলেছে বিরাট চমক, জানলে হবেন অবাক
জানিয়ে রাখি যে, গত দুই সপ্তাহ ধরে সিরিয়ায় আবারও পুরনো সংঘাত শুরু হয়েছে। ২০১১ সালেও একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময়ে লক্ষাধিক মানুষ প্রাণ হারান এবং গৃহহীন হয়ে পড়েন অনেকে। সিরিয়ায় বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য কিছু বিদ্রোহী গোষ্ঠীর অনুরূপ সংঘাত ২০১১ সালে হয়। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম! ৫,০০,০০০ রানের মাইলফলক স্পর্শ করল এই দেশ, অবাক গোটা বিশ্ব
এবার, বিদ্রোহীরা আলেপ্পো শহরের বেশিরভাগ অংশ সহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিশাল অংশ দখল করেছে। এই পরিস্থিতি ২০১১ সালে শুরু হয়েছিল। সেই সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহ একটি গৃহযুদ্ধে পরিণত হয়েছিল। যা দেশটিকে ধ্বংস করেছে এবং আঞ্চলিক ও বিশ্ব শক্তি এক্ষেত্রে যুক্ত হয়েছে। সিরিয়ার পুরো লড়াই আসলে কন্ট্রোলের জন্য। যার আগুন আরও একবার বৃদ্ধি পেয়েছে।