রোহিত শর্মার এই একটি সিদ্ধান্তেই ঘটল বিপদ! রেগে লাল অনুরাগীরা, শুরু তুমুল সমালোচনা

বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া খুব একটা ভালো জায়গায় নেই। এই ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। যেখানে ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে এবং এখনও ২৯ রানে পিছিয়ে রয়েছে। এই ম্যাচে সম্পূর্ণ ফ্লপ ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর তাঁর একটি সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

রোহিত শর্মার (Rohit Sharma) সিদ্ধান্তকে ঘিরে উঠছে প্রশ্ন:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যার কারণে তাঁর জায়গায় ওপেন করার সুযোগ দেওয়া হয় কেএল রাহুলকে। প্রথম ম্যাচে ওপেনিং করতে গিয়ে দুর্দান্ত ইনিংস খেলেন রাহুল।

The problem happened in this one decision of Rohit Sharma.

এরপরে, রোহিত (Rohit Sharma) যখন সিরিজের পরবর্তী ম্যাচের জন্য অস্ট্রেলিয়ায় পৌঁছে যান তখন তিনি ঘোষণা করেছিলেন যে কেএল রাহুল এই সিরিজে ওপেনিং চালিয়ে যাবেন। সেই সময় অনেকেই রোহিত শর্মার এই সিদ্ধান্তকে একটি স্মার্ট পদক্ষেপ হিসেবে বিবেচিত করলেও এখন অনুরাগীরা তাঁর এই সিদ্ধান্তকে রীতিমতো “ভুল” বলে দাবি করছেন।

আরও পড়ুন: ভয়াবহ বিপদের আশঙ্কা! বাংলাদেশ নয়, এবার এই দেশ থেকে ভারতীয়দের দূরে থাকার নির্দেশ বিদেশ মন্ত্রকের

দুই ইনিংসেই খারাপভাবে ফ্লপ: জানিয়ে রাখি যে, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রোহিত শর্মা (Rohit Sharma) করেন মাত্র ৩ রান। এদিকে, দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান। এই ম্যাচের দুই ইনিংসেই ৬ নম্বরে ব্যাট করতে আসেন রোহিত। কেএল রাহুলের জন্য তিনি ওপেনিং ছেড়েছেন। কিন্তু কেএল রাহুলও বিশেষ কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে তিনি করেন ৩৭ রান ও দ্বিতীয় ইনিংসে ৭ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন: বন্দে ভারতের হাত ধরেই ইতিহাস গড়ার পথে রেল! আসতে চলেছে বিরাট চমক, জানলে হবেন অবাক

এমতাবস্থায়, রোহিতের (Rohit Sharma) এহেন সিদ্ধান্তের কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। জানিয়ে রাখি যে, দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে ফ্লপ হচ্ছেন রোহিত শর্মা। এমন পরিস্থিতিতে সিরিজের বাকি ম্যাচগুলিতে তিনি ফের ওপেনিং করতে পারেন বলে আশাবাদী ভক্তরা। তবে, দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেছিলেন, তিনি আপাতত ওপেনিং করবেন না। কারণ কেএল প্রথম ম্যাচে ওপেনিং করার সময় ভালো ব্যাটিং করেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর