বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই তাঁর গাওয়া বাংলা গান মনোনীত হয়েছে অস্কারের মঞ্চে। এই প্রথম কোনো বাংলা গান জায়গা পেয়েছে এত বড় আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে। আনন্দের আবহ ছিল সর্বত্র। কিন্তু কিছুদিন যেতে না যেতেই গণ্ডগোল। ভরা মঞ্চে মেজাজ হারালেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। রেগেমেগে শ্রোতাদের উদ্দেশে বলেই বসলেন, ‘চুলের মুঠি ধরে…’!
ভরা অনুষ্ঠানে রেগে গেলেন ইমন (Iman Chakraborty)
ব্যাপারটা কী? আচমকা ইমনের (Iman Chakraborty) রাগের কারণ কী? আসলে শুক্রবার রাজারহাটে এক তথ্যপ্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন গায়িকা। আর ইমন (Iman Chakraborty) মানেই মাটির গান, লোকগান। বাংলা গানে তাঁর জুড়ি মেলা ভার। অথচ তাঁর অনুষ্ঠানেই কিনা উঠল হিন্দি গান গাওয়ার আবদার! ব্যস, ইমন গেলেন ক্ষেপে!
মঞ্চ থেকেই সপাট জবাব: না, এমন নয় যে ইমন (Iman Chakraborty) শুধুই বাংলা গানই গান। এদিনের অনুষ্ঠানেও বাংলার পাশাপাশি হিন্দি গানও গেয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই শ্রোতাদের মাঝে একজন বলে উঠেন, ‘বাংলা গান শুনব না, হিন্দি গান করুন’। এতেই রেগে যান ইমন। মঞ্চ থেকেই সপাটে জবাব দেন তিনি। ইমনকে (Iman Chakraborty) বলতে শোনা যায়, ‘তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো, সাহসের সঙ্গে, জোরের সঙ্গে হাত দেখিয়ে বলো, আমি বাংলা গান শুনব না। অন্য কোনো জায়গা হলে না, চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত!’
আরো পড়ুন : “ধূর্ত” চিনের ফাঁদে পা দিয়ে ঘটল সর্বনাশ! সর্বস্বান্ত হওয়ার পথে ভারতের আরও এক পড়শি দেশ
ইমনের প্রশংসা নেটিজেনদের: ইমনের (Iman Chakraborty) মুখে একথা শুনেই হইহই রব ওঠে শ্রোতাদের মাঝে। গায়িকা এরপর ফের বলেন, ‘একদম কোরো না। এই রাজ্যটার নাম বাংলা। সব শোনো, মরাঠি, গুজরাতি, পঞ্জাবি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে! তোমার সাহস এত বড়, বলছো বাংলা গান শুনব না! ওর যদি সাহস থাকে তাহলে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত সাহস আছে। এসব কোরো না, এই ভণ্ডামি গুলো কোরো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছ, পয়সা রোজগার করছ বাংলায় থেকে। আবার বাংলা গান শুনব না বলছো!’
আরো পড়ুন : ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি! বাংলাদেশে ফের হামলা ইসকনের মন্দিরে, পুড়ল লক্ষ্মী-নারায়ণের বিগ্রহ
ইমনের (Iman Chakraborty) মন্তব্যের ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা অনেকেই প্রশংসায় পঞ্চমুখ। গায়িকার সপাটে জবাব দেওয়ার সাহসের প্রশংসা করেছেন প্রায় সকলেই। তবে এই প্রথম নয়। এর আগেও অনুষ্ঠানে বাংলা গানের বিরোধিতা করায় মঞ্চ থেকেই ইমন বলে উঠেছিলেন, ‘বাংলা গান পছন্দ না হলে পাতলি গলি সে নিকাল’!
View this post on Instagram