সবাইকে হারিয়ে পেয়েছিলেন জয়ের শিরোপা, কিন্তু বলিউডে ব্রাত্য বাংলার ছেলে, এখন কী করছেন দেবজিৎ?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সঙ্গীত জগতে, বিশেষ করে হিন্দি মঞ্চে বরাবরই দাপট দেখা গিয়েছে বাঙালির। কিশোর কুমার, মান্না দে থেকে শুরু করে পরবর্তীকালে অভিজিৎ ভট্টাচার্য, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং বাংলার ঐতিহ্যের ধারা বজায় রেখেছেন। অন্যদিকে গানের রিয়েলিটি শোয়ের মঞ্চেও বিজয়ীদের তালিকায় চোখে পড়ে প্রচুর বাঙালি নাম। এমনি একটি নাম ছিল দেবজিৎ সাহা (Debojit Saha)। অসমের শিলচরের ছেলে দেবজিৎ হিন্দি সারেগামাপার মঞ্চে ঝড় তুলেছিলেন নিজের গায়কী দিয়ে। কিন্তু বলিউড তাঁর যোগ্য দাম দিতে পারল না।

রিয়েলিটি শো থেকে উত্থান হয় দেবজিতের (Debojit Saha)

২০০৫ সালে হিন্দি সারেগামাপায় যোগ দিয়েছিলেন দেবজিৎ (Debojit Saha)। সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের টিমে ছিলেন তিনি। সমগ্র প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে সকলকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন দেবজিৎ (Debojit Saha)। বাঙালি তো বটেই, সব সঙ্গীতপ্রেমীদের কাছেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন তিনি।

Where is saregamapa winner singer debojit saha now

সঞ্চালনাও করেছেন কিছু শোতে: এরপরেও ‘মিউজিক কা মহা মুকাবলা’, ‘যো জিতা ওহি সুপারস্টার’ এর মতো শোতেও অংশ নিয়েছিলেন দেবজিৎ (Debojit Saha)। পাশাপাশি বাংলা সারেগামাপা, লিটল চ্যাম্পস এর মতো শোতে সঞ্চালনাও করেছিলেন তিনি। কিন্তু খ্যাতি দীর্ঘস্থায়ী হয়নি দেবজিতের।

আরো পড়ুন : ‘অন্য কোথাও হলে চুলের মুঠি ধরে…’, অনুষ্ঠানে বাংলা গানের বিরোধিতা, মেজাজ হারিয়ে হুঙ্কার ইমনের!

কোথায় হারিয়ে গেলেন দেবজিৎ: বেশ কিছু গানের অ্যালবাম প্রকাশ পেয়েছিল দেবজিতের (Debojit Saha)। কিন্তু বলিউডে তেমন ভাবে প্লেব্যাক সিঙ্গিং এর সুযোগ পাননি তিনি। এক সময় জনপ্রিয়তার চূড়ায় উঠলেও কাজের অভাবে ধীরে ধীরে ফিকে হতে থাকেন দেবজিৎ (Debojit Saha)। বলিউড যোগ্য সম্মান দিতে পারেনি তাঁকে।

আরো পড়ুন : “ভগৎ সিং সন্ত্রাসবাদী”, অপমানজনক মন্তব্য পাকিস্তানের, যোগ্য জবাব দিল নয়াদিল্লি

তবে দেবজিৎ দমে যাননি। ছেড়ে দেননি সঙ্গীতচর্চাও। এখনো প্রচুর স্টেজ শো করেন তিনি। বিভিন্ন নন ফিকশন শোতেও দেখা যায় তাঁকে। বাঙালির মনে আজো জনপ্রিয়তা বজায় রেখেছেন দেবজিৎ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর