আপনি কী রিটায়ার্ড? ফের চাকরি করার ইচ্ছে? সুযোগ দিচ্ছে প্রশাসনই! কিভাবে অ্যাপ্লাই করবেন?

বাংলাহান্ট ডেস্ক : অবসর নিয়েছেন? কিন্তু ঘরে বসে থাকতে একদম ইচ্ছে করছে না? চিন্তা নেই। ফের কাজের (Job) সুযোগ মিলবে আপনার জন্য। আর সেই দুর্দান্ত খবর দিল এবার মালদহ প্রশাসন। ইতিমধ্যেই অবসরপ্রাপ্তদের জন্য প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। জেলাশাসক ও কালেক্টরের অফিসের তরফে ইন্টারভিউয়ের মাধ্যমে লোক নেওয়া হবে।

অবসরপ্রাপ্তদের কাজের (Job) সুযোগ মালদহ প্রশাসনে

সূত্রের খবর, চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে এক বছর কাজের (Job) মেয়াদ থাকলেও পরে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে। গ্রুপ সি ক্ল্যারিক্যাল পদের জন্য শূন্যপদ রয়েছে। মাসের শেষে বেতন স্বরূপ দেওয়া হবে ১০ হাজার টাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, আবেদনকারীকে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

আরোও পড়ুন : বাংলাদেশ সেনার জন্য বাংলার সিভিকই কাফি! ‘৪ দিনে কলকাতা দখলে’র পাল্টা ধুয়ে দিলেন সুকান্ত

এছাড়া, প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।ওয়াক-ইন ইন্টারভিউয়ের (Walk In Interview) জন্য দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ শে ডিসেম্বর। ওই দিন বেলা ১১টার মধ্যে প্রার্থীদেরকে সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি। বাকি প্রয়োজনীয় তথ্য জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Job

এখন, প্রশ্ন হল কিভাবে আবেদন করবেন এই চাকরির জন্য? আবেদনপত্র ডাউনলোড করতে প্রথমে ক্লিক করতে হবে মালদহ (Malda) জেলার ওয়েবসাইটে । ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলেই চোখে পড়বে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি। তা থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই আরও সবিস্তার জানা যাবে কী কী নথি প্রয়োজন, সেই তথ্য এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর