বাংলাহান্ট ডেস্ক : গত ৫ ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর, বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে ইউনূস সরকারের আমলে একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। কোথাও হামলা করা হচ্ছে হিন্দুদের উপর, আবার কোথাও ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের মন্দির, উপাসনাস্থল।
কয়েকদিন আগে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে পুলিশি গ্রেপ্তারির পর অবস্থার আরো অবনতি হয়। সোজা কথায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। সবমিলিয়ে ভারত (India) ও বাংলাদেশের মধ্যে যখন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রীতিমত দড়ি টানাটানি চলছে, সেই আবহেই আস্ত একটি মালগাড়ি বাংলাদেশকে (Bangladesh) পাঠানো হল ভারতের তরফ থেকে।
ভারত (India) থেকে বাংলাদেশে পৌঁছল মালগাড়ি
বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্রমাগত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। এমনকি ভারতে (India) আসার ভিসা দেওয়ার ক্ষেত্রেও টালবাহানা করছে সে দেশের সরকার। এই আবহেই গত ৭ ডিসেম্বর ঢাকায় একটি ভারত বিরোধী মিছিল থেকে কলকাতা দখলের ডাকও দেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তারা।
আরোও পড়ুন : শীত আসতেই মাথায় টাক! চুলের যত্নে এই বিশেষ ত্রুটিগুলি করছেন না তো? দেখে নিন!
কলকাতা এবং আগরতলার পাশাপাশি সেভেন সিস্টার্স দখল করার হুংকার দেন বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধান। এই পরিস্থিতিতেও মোদি সরকার যদিও সরেনি নিজেদের প্রতিশ্রুতি থেকে। দুই দেশের বৈদেশিক চুক্তি অনুযায়ী গত বৃহস্পতিবার সকালে গেদে সীমান্ত দিয়ে ৭০ থেকে ৮০ বগির একটি মালগাড়ি (Goods Train) পাঠানো হল বাংলাদেশে।
বাংলাদেশ ভারতের তরফ থেকে আমদানি করে আলু, ডিম, ফল, খাদ্যদ্রব্য, দুগ্ধজাত দ্রব্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। দুই দেশের মধ্যে বৈদেশিক চুক্তি অনুযায়ী বাংলাদেশে মালগাড়ি পাঠানোর প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল ভারত সরকার। সেই মতো বাংলাদেশে ৮০ থেকে ৯০ বগির একটি খালি মালগাড়ি পাঠাল ভারত সরকার। ভবিষ্যতে এই ধরনের আরো মালগাড়ি বাংলাদেশে পাঠাবে ভারত। এই মালগাড়ি রপ্তানি সম্পূর্ণভাবে দুই দেশের বৈদেশিক চুক্তির অংশ।