বাংলাহান্ট ডেস্ক : বলিউডে বহিরাগতদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ কম। এই ইন্ডাস্ট্রিতে পারিবারিক ফিল্মি ব্যাকগ্রাউন্ড কিংবা গডফাদার না থাকলে টিকে থাকা কঠিন। এমন কথা শোনা গিয়েছে বহুবার। তবু সমস্ত বাধা, প্রতিকূলতাকেই জয় করে এই বলিউডেরই ‘বাদশা’ হয়ে উঠেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। হ্যাঁ, তিনিও একজন বহিরাগত। কিন্তু আজ সেকথা মনে রাখেনি কেউই। তবে ফের একবার মনে করিয়ে দিলেন অভিনেতা নিজেই।
বলিউডের শিখরে বসে রয়েছেন শাহরুখ (Shahrukh Khan)
দিল্লির ছেলে শাহরুখ (Shahrukh Khan)। পরিবারে তাঁর আগে দূরদূরান্ত পর্যন্ত কেউ অভিনয়ের ধারেকাছে আসেনি। অথচ তিনিই ইন্ডাস্ট্রিতে পা রাখলেন, দেখলেন আর জয় করলেন। আর সকলে তাঁর সাফল্যটাই দেখেছে, কিন্তু চূড়ায় বসেও পেছনের ফেলে আসা পথটা ভুলে যাননি শাহরুখ (Shahrukh Khan)। তার প্রমাণ তিনি দিলেন আবারও।
বলিউডের সফর নিয়ে অকপট অভিনেতা: সম্প্রতি আসন্ন ছবি ‘মুফাসা: দ্য লায়ন কিং’ নিয়ে কথা বলতে শোনা যায় শাহরুখকে (Shahrukh Khan)। অ্যানিমেটেড ছবিটিতে মুফাসার হয়ে কণ্ঠ দিতে দেখা যাবে তাঁকে। ছবিতে মুফাসার সঙ্গে নিজের মিলের বিষয়ে কথা বলতে গিয়ে শাহরুখ (Shahrukh Khan) বলেন, ‘বিনয়ী না হয়ে যদি বলি, হ্যাঁ আমারই কাহিনি এমন, তবে তা ঠিক হয়। যার বাবা মা নেই সে অনাথ। আমিও কম বয়সে বাবা মাকে হারিয়েছি, সেক্ষেত্রে আমি আধা অনাথ’।
আরো পড়ুন : না হল সংসার, না পেলেন সন্তান সুখ, ‘পরের জন্মে যেন…’, ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা রেখার
নিজেকে বহিরাগত তকমা কিং এর: শাহরুখ (Shahrukh Khan) আরো বলেন, ‘এটা একজন বহিরাগতর গল্প। আমার পরিবারের কোনো সদস্য সিনেমার ব্যবসায় ছিল না। আমি দিল্লি থেকে মুম্বই এসেছিলাম, তাই আমি একজন বহিরাগতও বটে। এটা একজন রাজার কাহিনি। হ্যাঁ, আমি একজন কিং’।
আরো পড়ুন : হাসিনা সরকার পতনের জের, বাংলাদেশি ছবি থেকে বাদ ঋতুপর্ণা, জায়গা নিলেন শ্রীলেখা!
এই ছবিতে একা শাহরুখ নন, থাকছেন তাঁর ছোট ছেলে আব্রাম খানও। ছোট্ট সিম্বার কণ্ঠ হিসেবে শোনা যাবে কিং খানের ছোট ছেলে আব্রামের গলা। ছবিটি মুক্তি পাবে আগামী ২০ শে ডিসেম্বর, ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায়।