বাংলাহান্ট ডেস্ক : বলিউডে এমন একাধিক অভিনেত্রীরা (Actress) রয়েছেন যাঁরা প্রথমে নিজেদের সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তারপর পা রেখেছেন শোবিজের দুনিয়ায়। বলিউড ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীদের (Actress) মধ্যে রয়েছেন বাঙালি কন্যারাও। নিজেদের রূপ দিয়ে মুগ্ধ করেছেন তাঁরা সমগ্র জগৎকে। কে কে রয়েছেন তালিকায়-
এই বলিউড অভিনেত্রীরা (Actress) জিতেছেন সৌন্দর্য প্রতিযোগিতা
সুস্মিতা সেন- তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি মিস ইউনিভার্স খেতাব জেতেন। ১৯৯৪ সালে সুস্মিতা যখন মিউ ইউনিভার্স এর খেতাব জেতেন তখন তাঁর বয়স মোটে ১৮ বছর। এরপর অভিনয় (Actress) জগতে পা রাখেন তিনি।
ঐশ্বর্য রাই বচ্চন- ১৯৯৪ তে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি টক্কর হয়েছিল সুস্মিতা এবং ঐশ্বর্যর মধ্যে। ওই বছরেই মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন তিনি। বাকিটা ইতিহাস। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল এবং সুন্দরী অভিনেত্রী (Actress) তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া- ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন তিনি। আন্তর্জাতিক সৌন্দর্যের মঞ্চে স্বীকৃতি পাওয়ার পর অভিনয় জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। সমগ্র বিশ্বের তাবড় সুন্দরীদের হারিয়ে খেতাব জয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি একজন গ্লোবাল আইকন।
নেহা ধুপিয়া- ২০০২ সালে মিস ইন্ডিয়া হন নেহা। পরের বছরই ‘কেয়ামত: সিটি আন্ডার থ্রেট’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। তবে এখন অবশ্য তেমন ছবিতে দেখা যায় না নেহাকে।
লারা দত্ত- প্রথমে ১৯৯৭ সালে মিস ইন্টারকন্টিনেন্টাল আর তারপর ২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জয় করেন তিনি। লারা অভিনয়েও পা রেখেছিলেন। তবে এখানে তেমন সফল হননি তিনি।
জুহি চাওলা- ১৯৮৪ সালে মাত্র ১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া ইউনিভার্স এর খেতাব জেতেন জুহি। তারপর একটি আন্তর্জাতিক প্রতিযোগিতাও জিতেছিলেন তিনি। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী (Actress) জুহি।
আরো পড়ুন : ষাঁড়ের ছবি দিয়েও বেঁধে রাখতে পারলেন না সংসার! বচ্চন পরিবারের এই ছবির মাহাত্ম্য আর দাম জানেন?
দিয়া মির্জা- মিস ইন্ডিয়া প্যাসিফিক এর মুকুট উঠেছিল দিয়ার মাথায়। সালটা ২০০০। সেই বছরটা সৌন্দর্য প্রতিযোগিতার দিক দিয়ে ভারতের জন্য ছিল খুবই স্পেশ্যাল।
আরো পড়ুন : চিনের বক্স অফিসে ভারতীয় ছবির দাপট, ব্যবসায় আমিরকেও ছাপিয়ে গেল এই অভিনেতার সিনেমা!
মনুষী ছিল্লর- প্রিয়াঙ্কার পর ২০১৭ সালে ফের মিস ওয়ার্ল্ড এর খেতাব জেতেন ভারত, মনুষীর হাত ধরে। তিনি বলিউডেও পা রেখেছিলেন। পৃথ্বীরাজ ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।