বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় সরগরম রাজ্য। একই সাথে রাজ্যজুড়ে শিক্ষা (Education) ব্যবস্থার হাল বেহাল। এমনিতেই বছরের পর বছর বন্ধ হয়ে রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থা! এই পরিস্থিতিতে সরকারি স্কুল গুলিতে দিনে দিনে প্রকট হয়ে উঠছে স্কুল শিক্ষকদের অভাবের ছবি। কিন্তু তাই বলে বই ছাড়াই পড়াশোনা? (Education) এও কি সম্ভব?
বই ছাড়াই হচ্ছে পড়াশোনা-পরীক্ষা (Education)
হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। যার জন্য এবার রাজ্যের শিক্ষা (Education) দফতরের বিরুদ্ধে উঠল এক গুরুতর অভিযোগ। বলা হচ্ছে, বই ছাড়াই গোটা একবছর রাজ্যজুড়ে চলছে পড়াশোনা। হাতে কোনো বই না থেকেও শিক্ষক-শিক্ষিকারা নিজেদের ধারণার ওপর ভিত্তি করে পড়াচ্ছেন আর পড়ুয়ারাও পড়ছেন। উপায় না পেয়ে অনেক শিক্ষক-পড়ুয়া আবার ‘গুগল’-এর শরণাপন্নও হচ্ছেন।
এখানেই শেষ নয়, অবাক হওয়ার বাকি আছে আরও। বই ছাড়া গুগলের ভরসায় শুধু পড়াশোনা নয় পরীক্ষাও হয়ে গিয়েছে পড়ুয়াদের। ইতিমধ্যেই বই ছাড়াই সেমিস্টার পদ্ধতিতে একটি পরীক্ষাও দিয়েছেন পড়ুয়ারা। আর সামনেই আসছে আরও একটা সেমিস্টার। কিন্তু গত বছরের এপ্রিল থেকে এ-বছরের ডিসেম্বর পর্যন্ত এই দীর্ঘ ৬ মাসে আজ পর্যন্ত পড়ুয়াদের হাতে তাদের প্রাপ্য বইটুকুই তুলে দিতে পারল না রাজ্যের শিক্ষা (Education) দপ্তর।
প্রসঙ্গত চলতি বছরের নতুন শিক্ষাবর্ষ থেকেই মাস কমিউনিকেশন, ডেটা সায়েন্স, হেল্থ অ্যান্ড কেয়ার, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সহ ৬টি বিষয়ের পড়াশোনা শুরু হয়েছে। কিন্তু এই নতুন বিষয়গুলির কোনো বই নেই শিক্ষক-পড়ুয়া কারও কাছেই। কিন্তু এইভাবে গুগুলের ভরসায় আর কতদিন?তাছাড়া সব জায়গায় তো আর সেটা সম্ভবও হচ্ছে না। তাই একপ্রকার অথৈ জলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। তাছাড়া এইভাবে দিনদিন পড়াশোনায় আগ্রহও হারাচ্ছেন পড়ুয়ারা।
আরও পড়ুন: ওপার বাংলা থেকে ভারতে আসা ব্যক্তির নাগরিকত্ব চেয়ে মামলা! পর্যবেক্ষণে কি বলল সুপ্রিম কোর্ট?
শিক্ষা-ব্যবস্থার এই বেহাল দশা নিয়ে আগেও একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে মমতা বন্দোপাধ্যায়ের দল। জরাজীর্ণ স্কুলগুলিতে শিক্ষকের অভাব,অনিয়ম সহ অভিযোগ রয়েছে আরও অনেক। বোঝাই যাচ্ছে দুর্নীতির চক্করে আজ কোথায় নেমে দাঁড়িয়েছে বাংলার শিক্ষাব্যবস্থা। অথচ একসময় এই বাংলার শিক্ষা ব্যবস্থাকেই উদাহরণ হিসাবে তুলে ধরা হত সারা দেশে।
কি বক্তব্য পড়ুয়াদের?
বই ছাড়া একটা সেমিস্টার দিয়েছেন তাঁরা। সামনেই আরও একটি সেমিস্টারও হয়তো এভাবেই দিতে হবে। অর্ধেক বছর কেটে গেলেও তাদের কাছে বই নেই। শিক্ষক-শিক্ষিকাদের যতটুকু ধারণা তার ওপরেই চলছে পড়াশোনা। এরফলে পড়ুয়ারা বিষয়টা সম্পর্কে ভালভাবে জানতেই পারছেন না।
উচ্চশিক্ষা সংসদের কি প্রতিক্রিয়া?
এপ্রসঙ্গে উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদমাধ্যমে যা জানিয়েছেন তাতেও কোনো ইতিবাচক উত্তর মেলেনি। বই কবে আসবে তা বলা যাচ্ছে না এখনও। তবে সংসদ সভাপতি আশ্বস্ত করেছেন, বইয়ের পরিবর্তে পড়ুয়াদের পিডিএফ ফাইল দেওয়া হবে। তাতেই সমস্ত স্টাডি মেটেরিয়াল থাকবে। ফলে পরীক্ষা দিতে আর সমস্যা হবে না পড়ুয়াদের।