একধাক্কায় ১৫ ডিগ্রির কম! রাজ্যে কনকনে ঠাণ্ডার পূর্বাভাস! বড় আপডেট দিয়ে দিল হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বৃষ্টি হতেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ অনুভূত হচ্ছে। মঙ্গলবারও রোদের তেমন দাপট চোখে পড়ছে না। বরং সকাল থেকেই একটা ঠাণ্ডা ঠাণ্ডা ভাব রয়েছে। এই আবহে এবার বড় পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সপ্তাহান্তে এক ধাক্কায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকখানি কমে যাবে বলে জানাল হাওয়া অফিস (Weather Update)।

  • সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস (South Bengal Weather)!

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে ১৫ ডিগ্রির নীচে নেমে যেতে পারে শহর কলকাতার তাপমাত্রা (Kolkata Weather Update)। পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রি বা তারও কম হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও কুয়াশার দাপট দেখা যেতে পারে। উত্তরের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।

আরও পড়ুনঃ কয়লা পাচার মামলায় বড় খবর! লালা সহ ৪৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন! কাদের নাম তালিকায়?

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী শনিবারের মধ্যে শহর কলকাতার তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। ফলে বেশ শীত শীত (Winter) আমেজ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মূলত কুয়াশাই থাকবে দিনভর। তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

south bengal weather

অন্যদিকে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে। সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে এর অভিমুখ থাকবে। বুধবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। এছাড়া বাংলাদেশ এবং অসমেও দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে।

শহর কলকাতার কথা বলা হলে, আগামীকাল থেকে কুয়াশার চাদর সরিয়ে ফের পরিষ্কার আকাশ দেখা যাবে (South Bengal Weather)। সেই সঙ্গেই আস্তে আস্তে পারদ পতন হতে শুরু করবে। সপ্তাহান্তে একধাক্কায় ১৫ ডিগ্রির নীচে নামতে পারে মহানগরীর তাপমাত্রা। ফলে বেশ জমিয়ে অনুভব হবে শীতের আমেজ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর