বাংলাহান্ট ডেস্ক : পড়াশোনা শেষ করার পর ভালো চাকরি করার স্বপ্ন সবাই দেখেন। অনেকেই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন স্কুল-কলেজে পড়ার সময় থেকেই। বর্তমানে প্রতিযোগিতার যুগে ভালো চাকরি পাওয়া মুখের কথা নয়। তবে মাঝেমধ্যেই রাজ্য সরকারি ও কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলি নিয়োগ করে থাকে কর্মী।
সেই কর্মখালি সংক্রান্ত খবর আমরা নিয়ে আসি বিভিন্ন প্রতিবেদনে। আজকের প্রতিবেদনেও আমরা চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত খবর। মাধ্যমিক উত্তীর্ণ হলেই মিলতে পারে কলকাতা মেট্রোরেলে (Kolkata Metro) চাকরি (Job) করার সুযোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। প্রার্থীদের মূলত নিয়োগ (Recruitment) করা হবে অপ্রেন্টিস হিসাবে। কোন পদে হবে নিয়োগ, আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী, আবেদনের শেষ তারিখ কবে, এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হল আজকের প্রতিবেদনে।
কলকাতা মেট্রোয় (Kolkata Metro) কর্মী নিয়োগ (Recruitment)
মোট শূন্য পদের সংখ্যা : মোট শূন্য পদের সংখ্যা ১২৮ টি। ফিটার পদে ৮২ জন, ইলেকট্রিশিয়ান পদে ২৮ জন, মেশিনিস্ট ৯ জন ও ওয়েলডার পদে ৯ জনকে নিয়োগ করবে কলকাতা মেট্রো।
যোগ্যতা : আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ১৫ বছর। সর্বোচ্চ ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। নূন্যতম ৫০ শতাংশ নম্বরসহ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। এছাড়াও আবেদনকারীর থাকতে হবে ট্রেডে NCVT বা SCVT-এর সার্টিফিকেট।
আরোও পড়ুন : ভারতে করতে হবে আক্রমণ! বাংলাদেশকে পরমাণু বোমা দিতে চেয়ে বিরাট হুমকি পাকিস্তানের
নিয়োগ পদ্ধতি : মাধ্যমিক ও আইটিআই পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হবে মেরিট লিস্ট। মেরিটের উপর ভিত্তি করেই এই নিয়োগ প্রক্রিয়া চলবে।
আবেদন মূল্য : সাধারণ প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে। তবে আবেদন মূল্য লাগবে না এসসি, এসটি, PWD ও মহিলাদের।
আবেদন জানানোর অফিশিয়াল ওয়েবসাইট : mtp.Indianrailways.gov.in
গুরুত্বপূর্ণ তারিখ : আগামী ২৩ শে ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। অনলাইনে প্রার্থীরা ২২ শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।