জটিল হচ্ছে পরিস্থিতি! চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন নাটক পাকিস্তানের! ICC-র সামনে রাখা হল বিরাট শর্ত

বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে অচলাবস্থার এখনও শেষ হয়নি। এই টুর্নামেন্টটি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে সময়সূচি এখনও প্রকাশিত হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিরাপত্তার কারণে পাকিস্তানে টিম ইন্ডিয়াকে পাঠাতে অস্বীকার করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) নতুন নাটক পাকিস্তানের:

এরপর থেকেই এই টুর্নামেন্ট যাতে “হাইব্রিড মডেল”-এ সম্পন্ন হয় তা নিয়ে আলোচনা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিষয়টি জানিয়েছে ICC। তা সত্বেও, পিসিবি এখনও প্রস্তুত নয়। প্রতিদিনই নতুন নতুন শর্ত নিয়ে এগিয়ে আসছে তারা।

New drama begins for Pakistan in ICC Champions Trophy.

নতুন শর্ত দিল পাকিস্তান: অনুমান করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সূচি সামনে আসতে পারে বুধবার। কিন্তু, ঠিক এই আবহেই এবার নতুন শর্ত দিল পাকিস্তান। পিসিবি ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেলের বিষয়ে আইসিসির কাছে লিখিত আশ্বাস চেয়েছে বলে জানা গেছে। জানিয়ে রাখি যে, এই অচলাবস্থার মধ্যে পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল গ্রহণ করতে সম্মত হয়েছে। যেখানে ভারত তার ম্যাচগুলি দুবাইয়ে খেলবে এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি পাকিস্তানে সম্পন্ন হবে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল বা ফাইনালে উঠলে সেই ম্যাচটিও দুবাইয়ে সম্পন্ন হবে।

আরও পড়ুন: তৃতীয় টেস্টেই বাজিমাত করবে টিম ইন্ডিয়া! শুরু বিশেষ প্রস্তুতি, সামনে এল বিরাট আপডেট

দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: গত সোমবার সূত্র অনুযায়ী জানা গিয়েছে, “পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারত দ্বারা আয়োজিত ভবিষ্যতের আন্তর্জাতিক ইভেন্টগুলির জন্য হাইব্রিড মডেল সম্পর্কে আইসিসির কাছ থেকে একটি লিখিত আশ্বাস চায়।” এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছনোর আগে গত রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি বারবার বলেছিলেন যে কোনও চুক্তিতে রাজি হওয়ার আগে পিসিবি সরকারের সাথে পরামর্শ করবে।

আরও পড়ুন: “পুষ্পা ২” সিনেমায় অভিনয় করেছেন ক্রুনাল পাণ্ডিয়া? শুরু তুমুল জল্পনা, অবশেষে সামনে এল আসল সত্যি

টুর্নামেন্টে ৮ টি দল খেলবে: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিসিসিআই বলেছে যে, তারা পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার জন্য ভারত সরকারের সম্মতি পায়নি বলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে ৮ টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। উভয় গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর