বাংলাহান্ট ডেস্ক : গতকাল রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) গভর্নরের পদে নিয়োগ করা হয়েছে সঞ্জয় মালহোত্রাকে। নতুন গভর্নরের নিয়োগের একদিনের মধ্যেই সর্বকালীন নামল ভারতীয় টাকার (Indian Currency) মূল্য। এমন পরিস্থিতিতে আর্থিক বিশেষজ্ঞরা ভারতীয় শেয়ার মার্কেটে বিদেশি লগ্নি হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে, আগামী আর্থিকবছরে রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমানোর প্রত্যাশাও জেগেছে অনেকের মনে।
ভারতীয় মুদ্রার (Indian Currency) মূল্য হ্রাস
কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকের (RBI) নতুন গভর্নর হিসেবে ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আমলা সঞ্জয় মালহোত্রার নাম ঘোষণা করে ৯ ডিসেম্বর। ধারণা করা হচ্ছিল নতুন গভর্নরের আগমনের পর ডলারের নিরিখে ভারতীয় টাকার (Indian Currency) দাম থাকতে পারে ৮৪.৮০-তে। তবে আজ বাজার খোলার পর দেখা যায় ডলারের নিরিখে ভারতীয় টাকা ৮৪.৭৫-এর আশেপাশে ঘোরাফেরা করছে। আর্থিক বিশ্লেষকরা জানিয়েছেন, টাকার দর নেমেছে শেয়ার বাজারের সর্বশেষ সেশনের থেকেও।
আরোও পড়ুন : বলিউডে বিগ বাজেট ‘রামায়ণ’, রণবীরের আগে এই অভিনেতারা ধরা দিয়েছেন শ্রীরামের ভূমিকায়, একটি নামে রয়েছে চমক!
রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রা আগামী ১১ই ডিসেম্বর দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। বর্তমানে সঞ্জয় সামলাচ্ছেন অর্থ মন্ত্রকের সচিবের পদ। ৩ বছরের মেয়াদের জন্য তাঁকে দায়িত্বভার দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে ডলারের নিরিখে টাকার দামের পতন ঠেকানো হতে চলেছে সঞ্জয় মালহোত্রার মূল চ্যালেঞ্জ। এছাড়াও মুদ্রাস্ফীতির হার কমানোও তাঁর অন্যতম একটি বড় চ্যালেঞ্জ।
একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রিজার্ভ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় টাকার দামের পতন রুখতে। যারফলে লগ্নিকারীদের ডলার বিক্রি করে দিতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মাধ্যমে। ডলারের তুলনায় যদি টাকার দাম অধিক পতন হয় তাহলে সংকট দেখা দিতে পারে বিদেশি মুদ্রার ভান্ডারে। ভারত সরকার (Indian Government) কিছুতেই বিদেশী মুদ্রার ভান্ডার হ্রাস করতে ইচ্ছুক নয়। তাই অত্যন্ত জটিল পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করলেন সঞ্জয় মালহোত্রা তা আর বলার অপেক্ষা রাখে না।