বাংলা হান্ট ডেস্কঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অংকের নম্বর নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যার ফলে রাতারাতি বদলে গেল এক পরীক্ষার্থীর ২ বছর আগের পরীক্ষার রেজাল্ট। ২০১৬ সাল থেকেই মারণ রোগ ক্যান্সারের সাথে লড়াই করছেন কৃষ্ণগরের বাসিন্দা বর্ষণ চক্রবর্তী। অসুস্থ শরীরেই বসেছিলেন জীবনের অন্যতম কঠিন পরীক্ষা উচমাধ্যমিকে। দু’বছর আগে ২০২২ সালের সেই পরীক্ষাতেই অঙ্কের লিখিত পরীক্ষায় ৮০ নম্বরের মধ্যে ৭৬ নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলেন বর্ষণ৷
কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে নম্বর বাড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
রেজাল্ট বেরনোর পর অঙ্ক পরীক্ষায় মাত্র ৫৫ নম্বর পায় বর্ষণ৷ যা ছিল ওই তাঁর কাছে একেবারে অবিশ্বাস্যকর। তারপরেই পরীক্ষার এই প্রাপ্ত নম্বরকে চ্যালেঞ্জ করে আরটিআই করে বর্ষণ। বিভিন্ন প্রক্রিয়ার পর অবশেষে তাঁর কাছে যখন খাতার নকল কপি আসে, তখন ওই ফটোকপি দেখেই বর্ষণ বুঝতে পারে গন্ডগোলটা ঠিক কোথায় হয়েছে।
আসলে পরীক্ষার সময় অতিরিক্ত ৩টি লুজ শিট নিয়েছিল ওই পড়ুয়া। যা ওই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেখানো ফোটোকপিতে যুক্ত ছিল না। তাই ওই অতিরিক্ত তিনটি লুজশিটে অঙ্ক করেও কোনো নম্বর পায়নি বর্ষণ। তখন উচ্চ মাধ্যমিক সংসদের কাছে ওই পড়ুয়া দাবি করেছিলেন তাঁরা লুজ শিট হারিয়ে যাওয়ার কারণেই অঙ্কে কম নম্বর পেয়েছেন তিনি। তাই ওই পাতায় যে অঙ্কগুলি তিনি করেছিলেন, তার নম্বর তাঁকে দিয়ে দেওয়া হোক।
সেসময় তা দিতে রাজি হয়নি সংসদ। এর পরেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন বর্ষণ। আগে অঙ্কের লিখিত পরীক্ষায় মাত্র ৫৫ নম্বর পেয়েছিলেন ক্যান্সার আক্রান্ত বর্ষণ। অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে ২ বছর পর সেই নম্বর বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। দেরিতে হলেও কোর্টের নির্দেশে নম্বর বাড়ায় স্বস্তিতে বর্ষণ।
আরও পড়ুন: ‘আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা..,’ ঠিক কি করেছে CBI? বিস্ফোরক তিলোত্তমার বাবা-মা
অন্যদিকে পরীক্ষার্থী হাইকোর্টে (Calcutta High Court) মামলা করতেই চাপে পড়ে যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ আগে ওই পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় ৩৫ পেয়েছিলেন। কোর্ট বর্ষণের অংকের নম্বর দ্বিগুণ করায় লিখিত পরীক্ষায় তাঁর নম্বর বেড়ে ৭০ নম্বর হয়েছে বলেই হাইকোর্টে রিপোর্ট দিয়েছে সংসদ৷ সেইসাথে যোগ হয়েছে প্রজেক্টের ২০ নম্বর৷
ফলে অঙ্কে ওই ছাত্রের মোট প্রাপ্ত নম্বর বেড়ে হয়েছে ৯০৷ লুজ শিট হারানোর কারণে নম্বর বাড়ার পর এবার ৮৩.৪% নম্বর নিয়ে বেস্ট অফ ফাইভে লেটার মার্কস পেয়েছেন বর্ষণ। বেস্ট অফ ফাইভ ধরে আগে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৩৯৭। তবে এবার অঙ্কের অতিরিক্ত নম্বর যোগ হওয়ায় তা বেড়ে হয়েছে ৪৩২।