বাংলা হান্ট ডেস্কঃ জয় বাংলা স্লোগান নিয়ে বড় সিদ্ধান্ত। খোদ সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে! হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেটা সর্বোচ্চ আদালতে স্থগিত হয়ে গেল। ইতিমধ্যেই এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।
‘জয় বাংলা’ স্লোগান নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?
এক্ষেত্রে বলে রাখি, ‘জয় বাংলা’ স্লোগানের এই বিষয়টি পশ্চিমবঙ্গের নয়, বরং তা পড়শি দেশ বাংলাদেশের (Bangladesh)। চলতি বছর একাধিক উত্থান পতনের সাক্ষী থেকেছে ওপার বাংলা। এখনও সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরগরম সেই দেশ। এই আবহে এবার ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট।
২০২০ সালের ২০ মার্চ ‘জয় বাংলা’কে (Joy Bangla) জাতীয় স্লোগান ঘোষণা করেছিল হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছিল, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে’। এবার সেই রায়েই স্থগিতাদেশ দেওয়া হল।
আরও পড়ুনঃ ‘আমরা চাই ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক’, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম নিন্দা মমতার
হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃত দিয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। বছর দুয়েক কাটতে না কাটতেই এবার তাতে জোর ধাক্কা! সম্প্রতি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইউনুস সরকার। ২০২০ সালের মার্চ মাসে দেওয়া হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাওয়া হয়। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
ইউনুস সরকারের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ ‘জয় বাংলা’ স্লোগান সংক্রান্ত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের নির্দেশ দেন। ওয়াকিবহাল মহলের মতে, শেখ মুজিবুর রহমানের সব কিছু মুছে দেওয়ার চেষ্টার অন্যতম প্রচেষ্টা এটি। ইতিমধ্যেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।