টানাপোড়েনের মাঝেই ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! কোস্ট গার্ড আটক করল ৭৮ জন বাংলাদেশিকে

বাংলাহান্ট ডেস্ক : একদিকে যখন ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমশ জটিল হয়ে উঠছে, সীমান্তে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, তখনই জলসীমা অতিক্রম করে এপারে চলে আসায় দুটি বাংলাদেশি ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। আটক করা হয়েছে ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে।

বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর (Indian Coast Guard) হাতে

ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর (Indian Coast Guard) তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে এই খবর। সেখানে লেখা হয়েছে, ‘ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার জন্য ৭৮ জন মৎস্যজীবী সহ দুটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী। আইনি বিষয়ের জন্য পারাদ্বীপে নিয়ে আসা হয়েছে ট্রলার দুটিকে’।

Two bangladeshi vessels caught by indian coast guard

বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ট্রলার: সঙ্গে ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর (Indian Coast Guard) এই অভিযানের কিছু ছবিও শেয়ার করা হয়েছে। সেখানে আটক দুটি বাংলাদেশি ট্রলারের পাশাপাশি মৎস্যজীবীদের ছবিও শেয়ার করা হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর (Indian Coast Guard) হাতে বাজেয়াপ্ত হওয়া দুটি বাংলাদেশি ট্রলার হল এফ ভি লায়লা-২ এবং এফ বি মেঘনা-৫।

আরো পড়ুন : বন্ধ থাকবে বার, বাজি-ফানুসেও আপত্তি! বর্ষবরণের “ফুর্তিতে” কড়া নিষেধাজ্ঞা ইউনূস সরকারের

ট্রলার উদ্ধারে মরিয়া বাংলাদেশ সরকার: আরো জানা যাচ্ছে, বাংলাদেশের বাজেয়াপ্ত ট্রলার দুটি সি অ্যান্ড এফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর (Indian Coast Guard) হাতে আটক হওয়ার পরেই ট্রলার দুটিকে উদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা এবং বাংলাদেশ সরকার।

আরো পড়ুন : “দিল্লির কাছে আত্মসমর্পণ নয়”, ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আগরতলা পর্যন্ত লংমার্চ শুরু রিজভির

এদিকে কিছুদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের ৭৯ জন মৎস্যজীবীকে আটক করে রেখেছে বাংলাদেশ সরকার। তাদের আইনি সাহায্য দেওয়া হয়েছে বটে, তবে এখনো তাদের মুক্তি দেওয়া হয়নি। এমতাবস্থায় বাংলাদেশি মৎস্যজীবীরা আটক হতে ভারতীয় মৎস্যজীবীদের কবে ছাড়া হবে সেই প্রশ্নই উঠতে শুরু করেছে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর