একগুচ্ছ ট্রেন বাতিল ডিসেম্বর টু মার্চ! টিকিট কাটার আগে দশবার ভাবুন! লিস্ট না দেখলেই চরম ভোগান্তি

বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রচুর মানুষ ঘুরতে যান বিভিন্ন জায়গায়। তারফলে ট্রেনের টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। তবে এই আবহেই যাত্রীদের জন্য দুঃসংবাদ নিয়ে এল ভারতীয় রেল (Indian Railways)। ডিসেম্বর থেকে আগামী কয়েকমাস পর্যন্ত ভারতীয় রেল বাতিল (Train Cancellation) করেছে একাধিক ট্রেন। যার ফলে নিঃসন্দেহে প্রভাবিত হতে চলেছেন বহু সংখ্যক যাত্রী। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের (Train Cancellation) তালিকা।

কোন কোন ট্রেন কবে বাতিল (Train Cancellation): 

• হাওড়া থেকে দেহরাদুনমুখী উপাসনা এক্সপ্রেস বাতিল থাকবে ৩, ৬, ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭, ৩১ ডিসেম্বর, ৩, ৭, ১০, ১৪, ১৭, ২১, ২৪, ২৮, ৩১ জানুয়ারি, ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫, ২৮ ফেব্রুয়ারি।

• দেরাদুন থেকে হাওড়ামুখী উপাসনা এক্সপ্রেস বাতিল থাকবে ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫, ২৮ ডিসেম্বর, ১, ৪, ৮, ১ ১, ১ ৫, ১ ৮, ২ ২, ২ ৫, ২ ৯ জানুয়ারি, ১, ৫, ৮, ১২, ১৫, ১৯, ২২, ২৬ ফেব্রুয়ারি ও ১ মার্চ।

Indian Railways brings a special app for the convenience of passengers.

• ঝাঁসি থেকে কলকাতামুখী প্রথম স্বতন্ত্রতা এক্সপ্রেস বাতিল ৬, ১৩, ২০, ২৭ ডিসেম্বর, ৩, ১০ জানুয়ারি।

• কলকাতা থেকে ঝাঁসিমুখী প্রথম স্বতন্ত্রতা এক্সপ্রেস বাতিল ৮, ১৫, ২২, ২৯ ডিসেম্বর, ৫, ১২ জানুয়ারি।

• কামাক্ষা থেকে গয়ামুখী কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস বাতিল ২, ৯, ১৬, ২৩, ৩০ ডিসেম্বর, ৬, ১৩, ২০, ২৭ জানুয়ারি, ৩, ১০, ১৭, ২৪ ফেব্রুয়ারি।

আরোও পড়ুন : মাথা ব্যথায় ভুগছেন? দৃষ্টিশক্তি হচ্ছে ক্ষীণ? অবহেলা করলেই বিপদ, জানুন ব্রেন টিউমারের ৫ টি উপসর্গ

• গয়া থেকে কামাক্ষামুখী কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস বাতিল ৩, ১০, ১৭, ২৪, ৩১ ডিসেম্বর, ৭, ১৪, ২১, ২৮ জানুয়ারি, ৪, ১১, ১৮, ২৫ ফেব্রুয়ারি।

• নয়া দিল্লি থেকে মালদহ টাউনমুখী নয়া দিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস বাতিল  ১, ৫, ৮, ১২, ১৫, ১৯, ২২, ২৬ ডিসেম্বর, ২, ৫, ৯, ১২, ১৬, ১৯, ২৩, ২৬, ৩০ জানুয়ারি, ২, ৬, ৯, ১৩, ১৬, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারি।

Train Cancellation

 

• মালদহ টাউন থেকে নয়া দিল্লিমুখী নয়া দিল্লি থেকে মালদহ টাউনমুখী বাতিল ৩, ৭, ১০, ১৪, ১৭, ২১, ২৪, ২৮, ৩১ ডিসেম্বর, ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫, ২৮ জানুয়ারি, ১, ৪, ৮, ১১, ১৫, ১৮, ২২, ২৫ ফেব্রুয়ারি।

এছাড়াও আংশিকভাবে বাতিল হয়েছে মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, আনন্দবিহার-ভাগলপুর গরিবরথ এক্সপ্রেস, আজমের-শিয়ালদহ সুপারফাস্ট এক্সপ্রেস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর