বাংলাহান্ট ডেস্ক : একের পর এক কাণ্ডে বারংবার কাঠগড়ায় উঠছে বাংলাদেশ সরকার। বর্তমানে সে দেশের পরিস্থিতির কথা কারোরই অজানা নয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই সে দেশে অশান্তির আগুন জ্বলছে। সংখ্যালঘুদের উপরে লাগাতার নির্যাতনের খবর আসছে। এর মাঝেই আটক করা হল বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury)। আপাতত গৃহবন্দি অবস্থায় রয়েছেন তিনি।
বিমান থেকে নামিয়ে আটক চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)
ঠিক কী হয়েছে? যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনাটা প্রায় দিন সতেরো আগের। কাজের সূত্রে ঢাকা থেকে বিমানে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল (Chanchal Chowdhury)। ঢাকা থেকে দুবাই হয়ে তিনি নিউ ইয়র্কে যাবেন বলে ঠিক হয়েছিল। কিন্তু বিমান বাংলাদেশের মাটি ছাড়ার আগেই সেখানে উপস্থিত হন কয়েকজন বিএনপি নেতা এবং বাংলাদেশি সেনা।
গৃহবন্দি করা হয়েছে অভিনেতাকে: তাঁরা বিমানে উঠে সটান অভিনেতার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, তিনিও কি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন? উত্তরে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) জানান যে তিনি কর্মসূত্রেই নিউ ইয়র্ক যাচ্ছিলেন। কিন্তু তাঁর কথা না শুনেই তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সেই থেকে অভিনেতা গৃহবন্দি অবস্থাতেই রয়েছেন বলে খবর।
আরো পড়ুন : সবসময় তিরিক্ষি মেজাজ, মিঠুন পুত্র নমশিকে সেট থেকে বের করে দিতে গিয়েছিলেন সলমন! কেন?
অশান্ত পরিস্থিতি বাংলাদেশে: উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ একাধিক তারকাও চলে এসেছেন বিরোধী দলের নিশানায়। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার শাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তাজার বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের হয়েছে। এমনকি শোনা যাচ্ছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদও নাকি গা ঢাকা দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে। এর মাঝে আবার গৃহবন্দি হলেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।
আরো পড়ুন : টানাপোড়েনের মাঝেই ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! কোস্ট গার্ড আটক করল ৭৮ জন বাংলাদেশিকে
বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে। এমনকি এতদিন বিষয়টা অস্বীকার করলেও এবার অত্যাচারের অভিযোগ স্বীকার করে নিয়েছে বাংলাদেশ সরকার। এমতাবস্থায় চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) সঙ্গে এমন ঘটনা চিন্তা বাড়িয়েছে তাঁর অনুরাগীদের। উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে সঙ্গে এপার বাংলাতেও প্রচুর ভক্ত রয়েছে তাঁর। সম্প্রতি সৃজিত মুখার্জী পরিচালিত ‘পদাতিক’ ছবিতেও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।