বাংলাহান্ট ডেস্ক : শুধু ভারত (India) নয়, দুর্নীতির (Corruption) ময়লা পাঁক গ্রাস করেছে গোটা বিশ্বকেই। দুর্নীতিগ্রস্ত দেশগুলির (Corrupted Country) তালিকা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর প্রকাশ করে থাকে যার মূল্যায়ন করা হয়ে থাকে সাধারণত দুর্নীতি উপলব্ধি সূচক (CPI) দ্বারা। ০ (অত্যন্ত দুর্নীতিপূর্ণ) থেকে ১০০ (খুবই স্বচ্ছ) পর্যন্ত স্কেলে রেট করে প্রকাশ করা হয় এই তালিকা। বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং সরকারি খাতে দুর্নীতির উপর করা জরিপের ভিত্তিতে এই রেটিং নির্ধারিত হয়ে থাকে।
চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশের (Corrupted Country) তালিকা:
১. সোমালিয়া: বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ আফ্রিকার সোমালিয়া। গৃহযুদ্ধ, দুর্বল প্রশাসনিক কাঠামো ও দুর্নীতি এই দেশটিকে ভয়ংকর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।
২. দক্ষিণ সুদান: দুর্বল শাসন ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা, সর্বস্তরে দুর্নীতি এই দেশকে ঠাঁই দিয়েছে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায়।
৩. সিরিয়া: গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সর্বত্র ছড়িয়ে পড়েছে ব্যাপক দুর্নীতি।
৪. ইয়েমেন: রাজনৈতিক ডামাডোল ও যুদ্ধের ফলে এই দেশে দুর্নীতি মাথাচাড়া দিয়েছে।
৫. ভেনেজুয়েলা: রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, একতরফা শাসন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দুর্নীতি ছড়িয়ে পড়ার পিছনে অনুঘটকের কাজ করেছে।
আরোও পড়ুন : বলিউডকে ছাপিয়ে IMDb-র বছর সেরা ‘কল্কি ২৮৯৮ এডি’, সেরা সিরিজ ‘হীরামান্ডি’! সেরা নায়িকা হলেন কে?
৬. সুদান: অন্তর্বর্তীকালীন দ্বন্দ্ব, মানবাধিকার লঙ্ঘন, প্রশাসনিকস্তরে দুর্নীতি এই দেশটিকে জর্জরিত করে রেখেছে।
৭. ইকুয়াটোরিয়াল গিনিয়া: খনিজ তেল উৎপাদক এই দেশেও দুর্নীতি বড় সমস্যা।
৮. উত্তর কোরিয়া: একনায়কতন্ত্র উত্তর কোরিয়াকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। প্রশাসনিক দুর্নীতির বহু খবর আসে উত্তর কোরিয়া থেকে।
৯. আফগানিস্তান: জঙ্গি কার্যকলাপ, অর্থনৈতিক অবনতি, অপশাসন ভারতের এই বন্ধু রাষ্ট্রকে দুর্নীতিপরায়ণ করে তুলেছে।
১০. গিনি-বিসাউ: এই ছোট পশ্চিম আফ্রিকার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল শাসন ব্যবস্থা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।