‘তিন মাস ধরে..,’ RG Kar-এর নির্যাতিতার আইনজীবীর দায়িত্ব ছাড়লেন বৃন্দা গ্রোভার! সামনে এল কারণ 

বাংলা হান্ট ডেস্কঃ আরজিকর মামলায় (RG Kar Case) নির্যাতিতার হয়ে আর সাওয়াল জবাব করবেন না আইনজীবী বৃন্দা গ্রোভার (Vrinda Grover)। আগস্ট মাসের ৯ তারিখ কলকাতার আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়া এক তরুণীর রক্তাক্ত-ক্ষত বিক্ষত দেহ। তারপরেই এই নির্মম-ধর্ষণ-হত্যাকান্ডের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ-রাজ্য-রাজনীতি।

আরজিকর মামলা (RG Kar Case) ছাড়লেন বৃন্দা গ্রোভার

শুরুতে নির্যাতিতার হয়ে মামলা (RG Kar Case) লড়ছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। পরে গত সেপ্টেম্বর মাস থেকেই তাঁর জায়গাতেই বৃন্দাকে নিয়োগ করেছিলেন নির্যাতিতার পরিবার। এতদিন প্রায় বিনা পারিশ্রমিকেই বিভিন্ন আদালতে আরজি কর মামলায় তিলোত্তমার পরিবারের হয়ে সওয়াল করেছেন বৃন্দা এবং তাঁর দফতর। মঙ্গলবারেও সুপ্রিম কোর্টে এই মামলা লড়েছিলেন বৃন্দা।

তবে এদিন আদালতে আইনজীবী বৃন্দা গ্রোভারের ভূমিকায় অসন্তুষ্ট হয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। তাই সুপ্রিম কোর্টে শুনানির পর তাঁরা ফোন  করে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছিলেন বৃন্দা গ্রোভারকে। আর তার ঠিক পরের দিন অর্থাৎ বুধবারেই এই মামলা (RG Kar Case) থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন  বৃন্দা গ্রোভার।

এবার সুপ্রিম কোর্টে তিলোত্তমার হয়ে মামলা লড়ার জন্য অন্য কোনও আইনজীবী নিয়োগ করবেন নির্যাতিতার বাবা-মা। পাশাপাশি শিয়ালদহ আদালত, এবং কলকাতা হাইকোর্টেও নতুন আইনজীবী নিয়োগ করা হবে বলেই জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, প্রায় তিন মাস ধরে এই মামলা লড়ার পর এদিন দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে বৃন্দা বলেছেন, ‘কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্যই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিগত তিন মাসে সমস্ত নিয়ম-নীতি মেনেই আইনি সাহায্য করা হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সাথেও সহযোগিতা করা হয়েছে।’

আরও পড়ুন: অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৬০০০ টাকা করে, দুর্দান্ত প্রকল্প সরকারের, কারা পাবেন?

প্রসঙ্গত, সিবিআইয়ের তদন্তের গতিবিধি নিয়ে আগেই নিজেদের হতাশার কথা জানিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল জানিয়েছিলেন, তদন্তের গতিবিধি সম্পর্কে প্রতিনিয়ত তিলোত্তমার বাবা-মা’কে জানানো হচ্ছে। এই বক্তব্যের পরেই নিজেদের হতাশা প্রকাশ করে তিলোত্তমার বাবা-মা বৃন্দা গ্রোভারের কাছে জানতে চান কেন এই বক্তব্যের  বিরোধিতা করা হল না? এই বিষয়ে কথাবার্তার পর‌ই  এই মামলা থেকে সরে দাঁড়ান বৃন্দা গ্রোভার।

RG Kar Case

অন্যদিকে মঙ্গলবারের শুনানির পর আরজিকর মামলার পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৭ মার্চ হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কেন এত দিন পরে শুনানির তারিখ দেওয়া হল, এদিন সেই প্রশ্নও তোলেন তিলোত্তমার পরিবার। একইসাথে তাঁরা এও জানান, যাই হয়ে যাক আইনি পথেই তাঁরা লড়াই চালিয়ে যাবেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর