উত্তরকে টেক্কা পশ্চিমের জেলার! সপ্তাহান্তে কত কমবে কলকাতার তাপমাত্রা?

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে দুয়ারে শীতকাল! এক সপ্তাহের মধ্যেই আমূল পাল্টে গিয়েছে কলকাতার (Kolkata) আবহাওয়া। ডিসেম্বরের সাথেই শুরু হয়েছে শীতের নতুন ইনিংস। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপতে শুরু করেছে বঙ্গবাসী (South Bengal Weather)। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হুড়মুড়িয়ে নামছে শীতের পারদ। উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পং এর সাথে রীতিমতো পাল্লা দিচ্ছে পশ্চিমের ঝাড়গ্রাম-পুরুলিয়া।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?

এমনিতে এখন প্রায় সারা বছরই বঙ্গবাসীর পিছু ধাওয়া করে চলে বৃষ্টি। তবে এবার এই শীতের শুরুতে বৃষ্টি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই বলেই  জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়ার মধ্যেই তরতরিয়ে নামতে শুরু করেছে তাপমাত্রা। অবাধ উত্তুরে হওয়ার কারণে দিনে দিনে চওড়া হচ্ছে শীতের স্পেল।

বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। শুনতে অবাক লাগলেও পশ্চিম-মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমের মতো জেলাগুলিতে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বেশ অবাক করার মতোই। জানা আছে এই মুহূর্তে পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে চলতি সপ্তাহের শেষের দিকে খেল দেখাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবারেই তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে আসতে পারে দক্ষিণের জেলাগুলিতেও।

আরও পড়ুন: আজ ফের বৃষ্টি? দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে ১০ ডিগ্রিতে! এক নজরে আবহাওয়ার খবর

কলকাতার আবহাওয়ার আপডেট:

হাওয়া অফিসের রিপোর্ট বলছে গত দুদিনে যেভাবে কলকাতার (Kolkata) তাপমাত্রা কমেছে তাতে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নেমেছে শীতের পারদ। জানা যাচ্ছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালেই কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশেই ছিল। ভোরের দিকে কলকাতার আকাশেও ছিল কুয়াশার বিরাট দাপট। তবে আবহাওয়াবিদদের দাবি এটা শুধুমাত্র শীতের ট্রেলার। সপ্তাহের শেষে তাপমাত্রা আরো কমতে পারে মহানগরীতে।

Winter 1 1

উত্তরবঙ্গের আবহাওয়া:

অন্যদিকে কনকনে ঠান্ডায় জমে উঠেছে পাহাড়ের শীতের মজা। তাই শীতের সাথেই হুড়মুড়িয়ে পাহাড়ে বিরাট ঢল নেমেছে পর্যটকদেরও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের দুই পার্বত্য অঞ্চল দার্জিলিং কালিম্পং ছাড়াও ঘন কুয়াশার চাদর মুড়ি দিতে চলেছে কোচবিহার,জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিও। শুধু তাই নয়, জানা যাচ্ছে আগামী কয়েকদিন ঘন কুয়াশার সাথেই হু হু করে নামবে উত্তরবঙ্গের জেলাগুলির শীতের  পারদ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর