বাংলা হান্ট ডেস্কঃ ‘মিঠাই’য়ের উচ্ছেবাবু ‘মিত্তির বাড়ি’র হাত ধরে কামব্যাক করেছেন। নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন আদৃত রায়। তবে সৌমিতৃষাকে ছাড়া কি সেভাবে দর্শকমনে ছাপ ফেলতে পারছেন না তিনি? আদৃতের নতুন সিরিয়ালের (Bengali Serial) প্রথম দু’সপ্তাহের টিআরপি (TRP) দেখে অনেকের মনেই উঁকি দিয়েছে সেই প্রশ্ন। প্রথম পাঁচে স্থান পাওয়া তো দূর, স্লট লিডারও হতে পারেনি ‘মিত্তির বাড়ি’।
বেঙ্গল টপার হল কোন সিরিয়াল (Bengali Serial)?
বেঙ্গল টপারের সিংহাসনে কার্যত একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিল জি বাংলা (Zee Bangla)। সপ্তাহের পর সপ্তাহ ধরে সিংহাসন দখলে রেখেছিল ‘ফুলকি’। তবে গত সপ্তাহে জি বাংলার এই মেগাকে সরিয়ে বাজিমাত করে স্টার জলসার ‘কথা’ (Kotha)। চলতি সপ্তাহেও এই মুকুট রয়েছে কথা-এভির সিরিয়ালের মাথায়। ৭.৫ রেটিং সহযোগে প্রথম হয়েছে এই সিরিয়াল।
আরও পড়ুনঃ মাথায় রাখতে হবে ৮টি বিষয়! ডিভোর্স মামলায় খোরপোষ নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
দ্বিতীয়স্থানে আবার একাধিক সিরিয়ালের (Serial) ভিড়! ৭.০ পয়েন্ট নিয়ে একসঙ্গে দ্বিতীয় হয়েছে ‘গীতা এলএলবি’, ‘ফুলকি’ (Phulki), ‘উড়ান’ এবং ‘পরিণীতা’। রাত ৮টার স্লটের দু’টি সিরিয়ালই চলতি সপ্তাহে এক নম্বর পেয়েছে। অন্যদিকে একলাফে তৃতীয় স্থানে উঠে এসেছে ‘আনন্দী’ (৬.৮)। একই নম্বর নিয়ে তৃতীয় হয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ও।
- টিআরপি তালিকার সেরা ১০ বাংলা সিরিয়াল
প্রথম- কথা (৭.৫)
দ্বিতীয়- গীতা এলএলবি/ ফুলকি/ উড়ান/ পরিণীতা (৭.০)
তৃতীয়- জগদ্ধাত্রী/ আনন্দী (৬.৮)
চতুর্থ- রাঙামতী তীরন্দাজ/ কোন গোপনে মন ভেসেছে (৬.৭)
পঞ্চম- গৃহপ্রবেশ (৬.৪)
ষষ্ঠ- তেঁতুলপাতা (৬.২)
সপ্তম- শুভ বিবাহ (৬.১)
অষ্টম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.৯)
নবম- মিত্তির বাড়ি (৫.৩)
দশম- নিম ফুলের মধু (৫.১)
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় আলাদা করে নজর কেড়েছে স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল ‘গৃহপ্রবেশ’। প্রথম পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে শুভলক্ষ্মী এবং আদৃতের মেগা (Bengali Serial)। শুধু তাই নয়, নম্বর বেড়েছে জি বাংলার একদা বেঙ্গল টপার ‘নিম ফুলের মধু’রও। ৫.১ রেটিং সহযোগে দশম স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। পর্ণার পাশাপাশি এখন গল্পের ফোকাস তার মেয়ে পুঁটি (সোমু সরকার)। জেনারেশন লিপ আসার পর এই সিরিয়াল আবার পুরনো ফর্মে ফিরতে পারে কিনা সেটাই দেখার।