বাংলা হান্ট ডেস্কঃ আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি চাই ওরা সকলে ভালো থাকুক। সম্প্রতি দিঘার নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই আবহেই যেন খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কথার সূত্রে উঠে আসে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ। তখনই ‘চিরকৃতজ্ঞ’ থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী।
কাদের প্রতি ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন মমতা (Mamata Banerjee)?
চব্বিশের লোকসভা নির্বাচনে এনডিএ-কে কড়া টক্কর দিয়েছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। চমকপ্রদ ফলাফল করেছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী শিবিরের অন্যান্য বহু দল। এই জোটের নেতৃত্ব হিসেবে অনেকেই কংগ্রেসের পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। ইতিমধ্যেই বহু শরিক দলের তরফ থেকে সেই দাবি উঠতে শুরু করেছে। এবার তাঁদের প্রতিই নিজের কৃতজ্ঞতা জাহির করলেন মুখ্যমন্ত্রী।
মমতা (Mamata Banerjee) বলেন, ‘সবাই আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন, আমি তার জন্য চিরকৃতজ্ঞ থাকব। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি চাই ওরা সকলে ভালো থাকুক। ওদের সবার দল যেন ভালো থাকে’। একইসঙ্গে ইন্ডিয়া জোট যেন ভালো থাকে, সেই কামনাও করেন তিনি।
আরও পড়ুনঃ বৃন্দা অতীত! এবার আরজি করের নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন এই হেভিওয়েট আইনজীবী
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা নিজে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে বড় মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট আমি তৈরি করলাম, এবার যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের ওপর নির্ভর করছে তারা কীভাবে সামলাবেন। ওরা যদি চালাতে না পারে, তাহলে আমার কী করার আছে?’
মমতার (Mamata Banerjee) এই মন্তব্যের পরেই ইন্ডিয়া জোটের বহু শরিক দল মুখ খুলতে শুরু করে। আরজেডি থেকে শুরু করে সমাজবাদী পার্টি, ওয়াইএসআরসিপি সহ বহু দল তৃণমূল নেত্রীকেই ইন্ডিয়া জোটের নেতৃত্বে দেখার কথা বলেন। যদিও তাতে আপত্তি প্রকাশ করেছে হাত শিবির। কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর সম্প্রতি পশ্চিমবঙ্গের বাইরে জোড়াফুল শিবিরের সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন। গোয়া থেকে অসম, ত্রিপুরা থেকে মেঘালয়, বাংলার বাইরে একাধিক রাজ্যে তৃণমূলের পরাজয়ের কথা তুলে ধরেন তিনি।