পণের জন্য চাপ থেকে বিকৃত যৌনাচার! স্ত্রীর “মিথ্যে” অভিযোগেই আত্মঘাতী বেঙ্গালুরুর যুবক? গর্জে উঠছে নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক : বেঙ্গালুরুর (Bengaluru) যুবক অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। স্ত্রীর দায়ের করা ‘মিথ্যে’ মামলার চাপ সইতে না পেরেই নাকি আত্মঘাতী হয়েছেন তিনি, অভিযোগ উঠছে এমনটাই। ২৪ পাতার সুইসাইড নোট এবং একটি বার্তা উদ্ধার হয়েছে যুবকের আত্মহত্যার ঘটনার পর। সেই সুইসাইড নোটের ভিত্তিতেই অতুলের স্ত্রী এবং তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে।

সুইসাইড নোট লিখে আত্মঘাতী বেঙ্গালুরুর (Bengaluru) যুবক

সোমবার সকালে বেঙ্গালুরুর (Bengaluru) এক আবাসন থেকে অতুল সুভাষের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় ২৪ পাতার সুইসাইড নোট এবং দেড় ঘন্টার একটি ভিডিও রেকর্ডিংও। সেখানে নিজের পরিবারের প্রতি বারবার তাঁকে বলতে শোনা গিয়েছে, বিচার না পাওয়া পর্যন্ত যেন তাঁর অস্থি বিসর্জন না করা হয়। কিন্তু কী কী অভিযোগ উঠেছিল অতুলের বিরুদ্ধে?

Did Bengaluru youth commit suicide due to pressure from wife

কী অভিযোগ ওঠে অতুলের বিরুদ্ধে: জানা গিয়েছে, ২০১৯ এ বিয়ে হয়েছিল অতুল সুভাষ এবং নিকিতা সিংহানিয়ার। বিগত দু বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল তাঁদের। অতুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছিলেন স্ত্রী নিকিতা। অস্বাভাবিক যৌনাচার, পাশবিক নির্যাতনের মতো অভিযোগ তুলেছিলেন তিনি। মত্ত হয়ে তাঁকে মারধোর, তাঁকে এবং তাঁর পরিবারকে পণের জন্য চাপ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এই চাপের কারণেই নাকি ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন নিকিতার বাবা।

আরো পড়ুন : বলিউডকে ছাপিয়ে IMDb-র বছর সেরা ‘কল্কি ২৮৯৮ এডি’, সেরা সিরিজ ‘হীরামান্ডি’! সেরা নায়িকা হলেন কে?

পালটা অভিযোগ যুবকের পরিবারের: এদিকে অতুলের বাড়ির দাবি, এই সব অভিযোগই নাকি মিথ্যে! তাঁদের পালটা দাবি, এই সমস্ত ‘মিথ্যে’ অভিযোগ তুলে নেওয়ার জন্য নাকি নিকিতা এবং তাঁর পরিবার ৩ কোটি টাকা দাবি করেছিলেন। উত্তরপ্রদেশের জৌনপুরে পারিবারিক আদালতের রায় গিয়েছিল অতুলের বিরুদ্ধেই।

আরো পড়ুন : টানাপোড়েনের মাঝেই ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! কোস্ট গার্ড আটক করল ৭৮ জন বাংলাদেশিকে

প্রশ্ন উঠছে, এই লাগাতার চাপ সহ্য করতে না পেরেই কি আত্মঘাতী হলেন বেঙ্গালুরুর (Bengaluru) যুবক? তাঁর পরিবারের তরফে নিকিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগে ফাঁসানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি অতুলকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগেও এফআইআর দায়ের হয়েছে অতুলের স্ত্রী, শাশুড়ি এবং শ্যালক সহ পাঁচ জনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। আত্মঘাতী অতুলের স্ত্রী নিকিতাকে রীতিমতো তুলোধনা করছেন নেটিজেনরা। সত্যিটা সামনে এসে সঠিক বিচার হোক, এটাই চাইছেন সকলে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর