বাংলাহান্ট ডেস্ক : বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ (Bangladesh) এবং ভারতের পারস্পরিক সম্পর্ক অবনতির দিকে যেতে বসেছে। ইউনূস সরকারের শাসনে সেদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, ইসকন সন্ন্যাসীর গ্রেফতারির মতো ঘটনা ভারতেও বিক্ষোভ বাড়িয়ে তুলেছে। অন্যদিকে বাংলাদেশে (Bangladesh) উঠছে ঘন ঘন ভারত বিরোধী স্লোগান। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন অনেকে।
ভারতকে ছাড়া এই বিষয়গুলিতে অচল বাংলাদেশ (Bangladesh)
ভারতের থেকে চাল, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্যদ্রব্য এবং অন্যান্য জিনিস আমদানিতে আপত্তি প্রকাশ করেছেন বাংলাদেশের (Bangladesh) একাংশ। ভারতে তৈরি শাড়ি পুড়িয়ে দেখানো হয়েছে বিক্ষোভ। কিন্তু যতই তেজ দেখাক না কেন, আদৌ কি বাংলাদেশ টিকতে পারবে ভারতকে ছাড়া? ভারতের উপরে ঠিক কোন কোন বিষয়ে নির্ভরশীল পড়শি দেশ, জানেন?
বস্ত্র এবং পোশাক- ভারতের বস্ত্রশিল্প তার উচ্চ মানের জন্য জগৎ বিখ্যাত। ভারত এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে এদেশ থেকে রফতানির তালিকায় শীর্ষস্থানে রয়েছে বস্ত্র এবং পোশাক। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল রফতানি হয় ভারত থেকে।
ওষুধপত্র- এমনিতেই বাংলাদেশ থেকে দলে দলে মানুষ ভারতে আসেন চিকিৎসা ব্যবস্থার পরিষেবা নিতে। কিন্তু এখানেই শেষ নয়। ভারতের ফার্মাসিউটিক্যালস শিল্প বাংলাদেশে (Bangladesh) প্রচুর ওষুধ সরবরাহ করে থাকে। প্রয়োজনীয় জেনেরিক ওষুধ এবং বেশ কিছু বিশেষ ওষুধ বাংলাদেশে রফতানি হয় ভারতের থেকে। আসলে ভারত থেকে তুলনামূলক কম মূল্যে প্রয়োজনীয় ওষুধ আমদানি করে প্রতিবেশী দেশ। স্বাস্থ্য খাতে ভারতের উপরে অনেকাংশেই নির্ভরশীল বাংলাদেশ (Bangladesh)।
যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রী- বাংলাদেশের বিভিন্ন শিল্প এবং পরিকাঠামো উন্নয়নে ভারত থেকে রফতানি করা হয় বিভিন্ন যন্ত্রপাতি থেকে ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র।
জৈব রাসায়নিক- বাংলাদেশে (Bangladesh) বিভিন্ন কৃষি উৎপাদন থেকে শুরু টেক্সটাইলের মতো শিল্পের জন্য প্রয়োজনীয় জৈব রাসায়নিক আসে ভারত থেকে।
আরো পড়ুন : পাকিস্তান-বাংলাদেশের থেকেও ওপরে! সবথেকে বেশি সাংবাদিক খুন করেছে এই দেশ, নাম জানলে চমকে উঠবেন
অটোমোবাইল শিল্প- বাংলাদেশে (Bangladesh) অটোমোবাইল শিল্পের ক্ষেত্রে ভারতের উপরে নির্ভরশীল। কারণ ভারত থেকে রফতানি হওয়া বিভিন্ন উন্নতমানের গাড়ির যন্ত্রাংশ রফতানি করা হয় বাংলাদেশে, যেগুলি খাবার রক্ষণাবেক্ষণ এবং মেরামতিতে ব্যবহৃত হয়।
আরো পড়ুন : পণের জন্য চাপ থেকে বিকৃত যৌনাচার! স্ত্রীর “মিথ্যে” অভিযোগেই আত্মঘাতী বেঙ্গালুরুর যুবক? গর্জে উঠছে নেটপাড়া
চাল- চাল রফতানির ক্ষেত্রে ভারতের উপরেই মূলত নির্ভর করে থাকে বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য সম্পর্কে রফতানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খাদ্যসামগ্রী হল চাল।