বাংলা হান্ট ডেস্ক: ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে এবার ইতিহাস গড়েছে ভারত। ভারতের দাবা খেলোয়াড় ডি গুকেশ (Gukesh Dommaraju) ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। চিনের ডিং লিরেনকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি। ভারতের ১৮ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার গুকেশ ১৪ তম এবং শেষ খেলায় চিনের ডিং লিরেনকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিশ্বনাথন আনন্দের পর প্রথম ভারতীয় হিসেবে এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতেছেন গুকেশ।
ইতিহাস গড়লেন গুকেশ (Gukesh Dommaraju):
এদিকে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর, গুকেশ (Gukesh Dommaraju) তাঁর আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেননি। চোখ ভিজে যায় তাঁর। এই বছরের শুরুতে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জেতার পর গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর, ডি গুকেশ জানিয়েছেন যে, তিনি গত ১০ বছর ধরে এই মুহূর্তটির স্বপ্ন দেখছিলেন এবং তিনি খুশি যে তাঁর স্বপ্ন সত্যি হয়েছে।
GUKESH D WINS THE 2024 FIDE WORLD CHAMPIONSHIP! #DingGukesh pic.twitter.com/aFNt2RO3UK
— International Chess Federation (@FIDE_chess) December 12, 2024
চিনের ডিং লিরেনের হয়েছেন পরাজিত: এই টুর্নামেন্টে গুকেশ (Gukesh Dommaraju) দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। বেশ কয়েকবার পিছিয়ে পড়ার পরেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন তিনি। শেষ পর্যন্ত ১৪ তম খেলায় জিতে ইতিহাস গড়লেন গুকেশ। উল্লেখ্য যে, চিনের লিরেন ২০২৩ সালে রাশিয়ার ইয়ান নেপোমনিয়াচ্চির বিরুদ্ধে একটি দুর্ধর্ষ ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু এবার গুকেশ তাঁর স্বপ্ন ভেঙে দিলেন।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ATM থেকে টাকা তোলার নিয়মে ফের বড় পরিবর্তন, প্রভাবিত হবেন গ্রাহকেরা?
গুকেশের আগে, রাশিয়ান কিংবদন্তি গ্যারি কাসপারভ সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি ২২ বছর বয়সে ১৯৮৫ সালে আনাতোলি কার্পভকে হারিয়ে এই শিরোপা জিতেছিলেন। এই বছরের শুরুতে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জেতার পর গুকেশ (Gukesh Dommaraju) বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সর্বকনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী হিসাবে ম্যাচে প্রবেশ করেছিলেন। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পর তিনি দ্বিতীয় ভারতীয়, যিনি এই শিরোপা জিতেছেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ সর্বশেষ এই শিরোপা জিতেছিলেন ২০১৩ সালে।
আরও পড়ুন: ২০৩০ সালে এই ৬ টি দেশ আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ! ২০৩৪ সালে হবে কোথায়? জানাল FIFA
গত বছর সবাইকে চমকে দিয়েছিলেন গুকেশ: জানিয়ে রাখি যে, গত বছরের ডিসেম্বরে গুকেশের (Gukesh Dommaraju) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচের সফর শুরু হয়েছিল, যখন তিনি চেন্নাই গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট জিতেছিলেন এবং ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জায়গা করে নিয়েছিলেন। ক্যান্ডিডেটস টুর্নামেন্টে, আমেরিকান জুটি ফ্যাবিয়ানো কারুয়ানা এবং হিকারু নাকামুরাকে শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু গুকেশ সবাইকে পরাজিত করে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতে দাবার জগতে ঝড় তোলেন। আর প্রজ্ঞানন্দও এতে সামিল ছিলেন।