উঠতে, বসতে “Touch Wood”! কাঠ স্পর্শের আসল অর্থ জানেন? জানলে মাথা ঘুরে যাবে!

বাংলা হান্ট ডেস্ক: আমরা নিত্যদিন চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন রকমের শব্দ প্রয়োগ করে থাকি। বিশেষ করে বিশেষ কিছু ইংলিশ শব্দ ব্যবহার করে থাকি যেগুলির আসল অর্থ আমরা জানি না। এমনই একটি শব্দ হচ্ছে “টাচ উড” (Touch Wood)। দেশ হোক কিংবা বিদেশ প্রায় সময় এই শব্দের ব্যবহার দেখা যায়। ভালো কিছু বলতে গিয়ে কিংবা কুনজরে কাটাতে কাঠ কিংবা মাথা ঠুকে টাচ উড শব্দের ব্যবহার করা হয়। বিশেষ করে এই প্রজন্মের মধ্যে এই শব্দের প্রচলন সবচেয়ে বেশি। কিন্তু এই শব্দর আসল মানে কি আপনি জানেন? ঠিক কি কারণে, কবে থেকে এই শব্দের প্রচলন শুরু হলো?

কেনো টাচ উড (Touch Wood) শব্দের ব্যবহার করা হয়?

অনেকেই এই শব্দের আসল মানে জানেন না। অনেক সময় হাতের সামনে কাঠ না পেলে কেউ কেউ মাথায় হাত ঠুকে এই শব্দটি ব্যবহার করে থাকেন। তবে কুনজর এড়াতে যে এই শব্দ ব্যবহার করা হয় সত্যিই কি এড়ানো যায়? এ বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া না গেলেও, এই নিয়ে অনেক প্রচলিত কাহিনী রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই টাচ উড (Touch Wood) শব্দটি ব্যবহার করা হয় ঈর্ষা কাতর ব্যক্তিদের নজর এড়াতে। আবার কেউ কেউ নিজের সুখের জীবনে কুনজর যাতে না লাগে তার জন্য কাঠের স্পর্শ করে এই শব্দ ব্যবহার করেন। বলা হয় কাঠ স্পর্শ করে নিলে যেকোন খারাপ দোষ জীবন থেকে কেটে যায়।

What is the meaning of touch wood wordঠিক কবে থেকে এই টাচ উড (Touch Wood) শব্দটির ব্যবহার শুরু হয়েছে? এই বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া না গেলেও সমাজ মাধ্যম থেকে জানা গিয়েছে যিশু খ্রিস্টের জন্মের আগে থেকে “টাচ উড” (Touch Wood) বলার রীতি শুরু হয়েছে। পাশ্চাত্য সংস্কৃতিতে এই নিয়ে বিশ্বাস রয়েছে, যে গাছে নাকি পরী এবং ভালো আত্মারা বসবাস করে। এমনকি আমাদের গোটা বিশ্বে গাছ পুজোর রীতি রয়েছে। অনেকের কাছে গাছ হচ্ছে পবিত্র। তাই আনন্দের সময় কারোর খারাপ নজর থেকে এড়াতে গাছ ছুঁয়ে টাচ উড বলার রীতি রয়েছে। খ্রিস্টানদের আবার বিশ্বাস, গাছ বা কাঠ স্পর্শ করে কাঠ দিয়ে তৈরি যিশু খ্রিস্টের ক্রস স্পর্শ করলে জীবনের সমস্ত দুর্ভাগ্য কেটে যায়। এবং সৌভাগ্যের দরজা খুলে যায়।

আরও পড়ুনঃ ‘রাজ্য নিজেই নিজের সম্মান হারাচ্ছে..,’ বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আবার বিশ্বাস রয়েছে, কারো সুখের কিংবা আনন্দের সময় ভালো আত্মাদের স্মরণ করে দুবার গাছ ছুঁয়ে “টাচ উড” (Touch Wood) বলা উচিত। প্রথমবারের মাধ্যমে গাছের কাছে প্রার্থনা করা হয়, আর দ্বিতীয়বার গাছ ছুঁয়ে সেখানে বসবাসকারী আত্মাদের ধন্যবাদ জানানো। তবে প্রথম দিকে এই সমস্ত প্রথা প্রচলিত থাকলেও বর্তমানে সেই প্রথায় বদল এসেছে। গাছের বদলে কাঠের যে কোনও জিনিস ছুঁয়েই ‘টাচ উড’ বলার প্রচলন শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ১৮ বছর বয়সেই ইতিহাস গড়লেন গুকেশ! চিনা প্রতিপক্ষকে হারিয়ে হলেন সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন

বর্তমানে তরুণ প্রজন্মের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে তারা দুর্ভাগ্য ঠেকাতে টাচ উড (Touch Wood) শব্দটি ব্যবহার করে থাকেন। ফলে বর্তমানে এই শব্দটির দেদার ব্যবহার রয়েছে। আগে ইংল্যান্ডে “Knock On The Wood” কথাটি বেশি প্রচলিত ছিল, বর্তমানে সেটাও ছোট হয়ে “টাচ উড” হয়ে গেছে। সময়ের ধারায় টাচ উডের বদল ঘটলেও এই শব্দের ব্যবহার কমেনি।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর