বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে একের পর এক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছে। কিছুদিন আগেই রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মুখ পুড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। এই ঘটনার পরেই কার্যত নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন (Nabanna)। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কড়া নির্দেশ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়াও শুরু হয়।
আবাসেও দুর্নীতি রুখতে বিরাট কড়া নবান্ন (Nabanna)
আগামী ১৫ই ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে বাংলার আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পে আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দেওয়ার পর্ব। তাই এবার এই যোজনায়ও টাকা নিয়ে দুর্নীতি রুখতে আগাম কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার (Nabanna)। আবাস যোজনার টাকা যাতে সঠিক অ্যকাউন্টেই ঢোকে তার জন্যই শুরু হয়েছে ব্যাপক কড়াকড়ি।
তরুণের স্বপ্ন প্রকল্পে দেখা গিয়েছিল পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যকাউন্টে চলে গিয়েছিল। তাই ওই একই জিনিস যাবে আবাস যোজনার ক্ষেত্রেও না হয় তার জন্যই এবার উপভোক্তা পিছু অভিন্ন আইডি দেবে রাজ্য সরকার। নির্দিষ্ট ওই আইডির ওপর নির্ভর করেই বেরিয়ে আসবে সঠিক পরিচয়। মূলত শিবির করে এই অ্যকাউন্টের যাচাই হবে। তবে যেসমস্ত উপভোক্তাদের মোবাইলের সঙ্গে তাঁদের আধার লিংকড নেই তাঁদের ক্ষেত্রে বায়োমেট্রিক নেওয়া হবে।
জানা যাচ্ছে, এর জন্য উপভোক্তাদের গুরুত্বপূর্ণ নথি হিসাবে পাস বইয়ের জেরক্স ও ক্যানসেল চেক জমা দিতে হবে। নবান্ন (Nabanna) সূত্রে খবর অর্থ দপ্তর সব দপ্তরকেই রিজার্ভ ব্যাঙ্কের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভ্যালিডিটেশন করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: ‘দু’টো বিষয় বিবেচনা’, চাকরি ফিরে পাচ্ছেন সকলে? সুপ্রিম কোর্টে SSC ২৬০০০ চাকরি বাতিল মামলা
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আগামী ডিসেম্বর ১৫ থেকেই বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হতে চলেছে। তার আগে আবাসের টাকা নিয়ে দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েত গুলিতে বিশেষ ক্যাম্প করে দফায় দফায় উপভোক্তাদের নাম-পরিচয় সহ সমস্ত নথি যাচাই করছে প্রশাসন। ক্যাম্প থেকে ছাড়পত্র দিলে তবেই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য একটি বিশেষ পোর্টাল-ও খোলা হয়েছে। এক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে সেই তালিকাও বিডিও অফিসে পাঠানো হয়েছে। আধার লিংকের সাহায্যে শিবির থেকেই উপভোক্তার নাম-পরিচয়-ব্যাঙ্কের তথ্য যাচাই করা হবে। শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি গেলে তবেই চূড়ান্ত হবে উপভোক্তার নামের তালিকা।