বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে ক্ষোভ অব্যাহত। এরই মাঝে সরকারি কর্মীদের (Government Employees) জন্য আরও কড়াকড়ি! প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনতে চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার জন্য নেওয়া হচ্ছে বিরাট পদক্ষেপ। রিপোর্ট বলছে সরকারি অফিসারদের জন্য এবার এক মোবাইল অ্যাপ্লিকেশন (Application) তৈরি করেতে চলেছে নবান্ন (Nabanna)। কি হবে এই অ্যাপ দিয়ে? কিভাবে করবে কাজ?
সূত্রের খবর, ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি (৪৯৪১-এফ-ওয়াই) করেছে অর্থ দফতরের অডিট ব্রাঞ্চ। এই অ্যাপের মূল উদ্দেশ্য হল, সরকারি অর্থের যথাযথ ব্যবহার। যাতে সরকারি অর্থের অপচয় বন্ধ করা যায় সেই লক্ষ্যে তৈরি করা হচ্ছে অ্যাপ্লিকেশন। নাম ফিল্ড ইনস্পেকশন- মনিটরিং অ্যান্ড সুপারভিশন মোবাইল অ্যাপ। ভার্সন ১.০.০। এবার এর দ্বারা সরকারি কর্মচারীদের একাংশরও ঘুম উড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
সরকারি ক্ষেত্রে সম্পত্তির মেরামতি ও রক্ষণাবেক্ষণের নামে কারচুপির অভিযোগ আজকের নয়। যেখানে কাজের দরকার নেই, সেখানেও খাতায়কলমে কাজ দেখিয়ে নেওয়া হয় টাকা। সরকারের বরাদ্দকৃত অর্থ তছরূপ করার বহু অভিযোগও রয়েছে। এবার এসবে লাগাম দিতেই ‘মাস্টারস্ট্রোক’। সূত্রের খবর, এবার থেকে অ্যাপের মাধ্যমে জিপিএস ট্যাগ করে দেখাতে হবে কোন সম্পত্তির মেরামতি বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন। শুধু তাই নয় সেই সম্পত্তির ছবিও পাঠাতে হবে।
জানা যাচ্ছে, একেবারে গ্রাসরুট থেকে অর্থাৎ নিচুতলার অফিসার থেকে জেলা শাসক সকলেই এই অ্যাপের মাধ্যমে জুড়ে থাকবেন এক সুতোয়। অ্যাপেই তথ্য আপলোড করতে হবে অফিসারদের। তারপর তা মহকুমা শাসক দেখে সমীক্ষা রিপোর্ট ও পর্যবেক্ষণ অ্যাপের মাধ্যমেই জেলা শাসককের কাছে পাঠাবেন। সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফিল্ডে যাচ্ছেন কিনা তাও জিপিএস ম্যাপিং হবে।
আরও পড়ুন: ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে…! এবার কড়া নির্দেশ দিয়ে দিল ‘ক্ষুব্ধ’ কলকাতা হাইকোর্ট
প্রসঙ্গত, সম্প্রতি ‘সরকারি সম্পত্তিকে কেউ যেন নিজের জমিদারি না ভাবেন। এটা জনগণের অর্থ। তাই সময়ের কাজ সময়ে করতেই হবে’ এই কড়া বার্তাই দিয়েছিলেন মমতা। এবারে বড় পদক্ষেপ। এই অ্যাপ সঠিকভাবে কার্যকর হলে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রের পরিষেবার ক্ষেত্রেও নয়া মাইলফলক যুক্ত হবে বলেই মনে করা হচ্ছে।