বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries), প্রতি বছর ১২-১৩ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল আমদানি করার জন্য রাশিয়ার সংস্থা Rosneft-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইতিমধ্যেই সূত্র মারফত এই তথ্য জানা গিয়েছে। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, ১০ বছরের জন্য এই আমদানির প্রক্রিয়া বজায় থাকবে।
বড় চুক্তি সম্পন্ন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রাশিয়ার পাবলিক সেক্টর পেট্রোলিয়াম কোম্পানি Rosneft রিলায়েন্সকে প্রতিদিন ৫,০০,০০০ ব্যারেল (বার্ষিক ২৫ মিলিয়ন টন) অপরিশোধিত তেল সরবরাহ করবে। এই বিষয়ে প্রশ্ন করা হলে রিলায়েন্সের (Reliance Industries) মুখপাত্র জানান যে, রাশিয়া বর্তমানে ভারতে অপরিশোধিত তেলের বৃহত্তম সরবরাহকারী। তিনি জানান “আমাদের শোধনাগারের জন্য অপরিশোধিত তেল কেনার লক্ষ্যে আমরা সবসময় রাশিয়া সহ অনেক আন্তর্জাতিক সরবরাহকারীর সাথে জড়িত থাকি। বাজারের অবস্থা অনুযায়ী অর্থনীতির ওপর নির্ভর করে কার্গো সংখ্যা পরিবর্তিত হবে।”
রাশিয়া থেকে তেল আমদানি: ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে। যুদ্ধের আগে, ভারতের মোট তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল ১ শতাংশেরও কম। যা এখন প্রায় ৪০ শতাংশে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির প্রধান কারণ হল রাশিয়ার ওপর আরোপিত মূল্যসীমা। এর পাশাপাশি, ইউরোপীয় দেশগুলি সেখান থেকে তেল কেনাকাটা এড়িয়ে যাচ্ছে। এই কারণে, রাশিয়ান অপরিশোধিত তেল অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে সরবরাহের তুলনায় ছাড়ে পাওয়া যাচ্ছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উপভোক্তা এবং আমদানিকারী ভারত গত অক্টোবরে রাশিয়া থেকে দুই বিলিয়ন ইউরো মূল্যের অপরিশোধিত তেল কিনেছে। যেটি তার আগের মাসে ২.৪ বিলিয়ন ইউরোর তুলনায় কম ছিল। গত অক্টোবরে রাশিয়ার অপরিশোধিত তেল রফতানির ৪৭ শতাংশ কিনেছে চিন। এরপরে রয়েছে ভারত (৩৭ শতাংশ), ইউরোপীয় ইউনিয়ন (৬ শতাংশ) এবং তুরস্ক (৬ শতাংশ)। এদিকে গুজরাটের জামনগরে রিলায়েন্সের (Reliance Industries) দু’টি শোধনাগার রয়েছে। যা অপরিশোধিত তেল প্রক্রিয়া করে এবং পেট্রোল ও ডিজেলে রূপান্তর করে।
আরও পড়ুন: ফাইনাল ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ! বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও বিতর্কের সম্মুখীন গুকেশ, উঠল তদন্তের দাবি
জানিয়ে রাখি যে, রিলায়েন্স (Reliance Industries) এর আগে Rosneft থেকে প্রতি মাসে অন্তত ৩ মিলিয়ন ব্যারেল তেল কেনার জন্য এক বছরের চুক্তি স্বাক্ষর করেছিল। জামনগরে রিলায়েন্সের দু’টি শোধনাগারের একটি শুধুমাত্র রফতানি করে। যেটির দৈনিক ৫,৮০,০০০ ব্যারেল ক্ষমতার ইউনিটটি উৎপাদিত সমস্ত জ্বালানি রফতানি করে। অপরদিকে, দৈনিক ৬,৬০,০০০ ব্যারেল ক্ষমতার ইউনিট অভ্যন্তরীণ চাহিদা মেটায়।