বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পারদ পতন। সকালে ঘন কুয়াশা বেলা বাড়লেও কমছে না ঠান্ডা। জমিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে রাজ্যের একাধিক জেলায়। পাশাপাশি আজ থেকে আরও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
এক ধাক্কায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বেশ পারদ নেমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। আজ থেকে আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। এরপর ১৫ ডিসেম্বরের পর থেকে আরও চওড়া কামড় বসাতে পারে শীত।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দাপট দেখাচ্ছে কুয়াশা। বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় কুয়াশার অধিক দাপট থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। আপাতত ২০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে।
ভোরের দিকে কুয়াশার জন্য আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। আজ থেকে আগামী পাঁচ- সাত দিন বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। তাপমাত্রা ১০ ডিগ্রিরও নীচে চলে যাওয়ার পূর্বাভাস।
আরও পড়ুন: ২০২৫-এ খুশির ঝলক! জানুয়ারিতেই স্বর্ণ সময় শুরু ৫ রাশির, মুঠো মুঠো টাকা, সাফল্য সব হবে আপনার!
উত্তরের জেলাগুলিতে এক ধাক্কায় বেশ তাপমাত্রা নেমেছে। উত্তরের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলায় ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশার সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতেও।